![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা নূতন পৃথিবী চাই,
গল্পটা এখনো শেষ হয়নি, তাই।
যেভাবে মানুষ বদলাচ্ছে,
দিন বদলাচ্ছে,রাত বদলাচ্ছে,
তুমি বদলাচ্ছো,আমি বদলাচ্ছি।
ঠিক তার সাথে সাথেই,
দেখা যায় কিছু মানুষের
কান্না জড়ানো হাসি
আবার হাসির মাঝেও অদ্ভুত কিছু কান্না।
জ্বলতে দেখা যাচ্ছে,
শুধু কয়েকটা লাভ লেটার নয়,
অনেক মধুর ভালবাসার সম্পর্ক গুলোও জ্বলছে।
মানুষ কেবল বাঁচে নিজেরই জন্যে,
শুধু ভাল থাকার জন্যে।
স্রোতাগণ, ভয়ের কোন কারন নাই
কারন, গল্পটা এখনো শেষ হয়নি, তাই।
ভালবাসা শব্দটা মানুষেরই সৃষ্টি।
কিন্তু আজ যে কারোর ভাল হলেই কত কটু দৃষ্টি।
অনেক পৃষ্ঠা উল্টে গেলে একটা গোটা দিস্তা শেষ হয়ে যেতে পারে
ভালবাসা অবিনস্বর
আমার চাওয়া, মানুষ ভালবাসতে শিখুক
মানুষ আজও মানুষেরই জন্য
একটা নূতন পৃথিবী চাই
গল্পটা এখনো শেষ হয়নি বলে।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:০৯
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: তবে তাই হোক
২| ০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৬
কানিজ রিনা বলেছেন: খান সাহেব আপনি যখন সপ্ন দেখছেন
নতুন পৃথিবী হোক। তবে তাই হোক।
০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:১০
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ব্যাক্তিগত ভাবে মনে হয় আমাকে চিনেন।আমি স্বপ্ন দেখতে ভালবাসি,অনেক কিছু না থাকার মাঝে ঐ একটাই গুন
৩| ০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৮
ডঃ এম এ আলী বলেছেন: অনেক ভাল কবিতা ভাল লাগল । তবে জানতে ইচ্ছে করে নতুন পৃথিবী টা কোথায় কতদুরে হবে , সেখানে আর কে কে থাকবে দিন রাত কি রকম হবে , তার কয়টা চাদ থাকবে , সে কি এই পৃথিবীর মত শষ্য সুফলা হবে, নাকি বুধ , শুক্র শনির মত হবে । নতুন পৃথিবী সে মনে হয় বিরাট ঝক্কি ঝামেলার বিয়য় । তাই আমার মনে হয় পৃথিবীটা পৃথিবীর মতই থাকুক না , শুধু আমরা কিছুটা বদলাই এর যেন কোন ক্ষতি বা মনুষ্যসৃষ্ট বিপর্যয় না হয় । অামরা সবাই মিলে এই সুন্দর পৃথবীটাকেই আরো সুন্দর করে তুলি । সবাই যেন অবাক পৃথিবী না বলে কবির কন্ঠে কন্ঠ মিলিয়ে বলে এই সুন্দর ফুল , এই সুন্দর ফুল , এই সুন্দর ফল, মিঠা নদীর পানী খোদা তোমার মেহের বাণী । এত সুন্দর একটা পৃথিবী থাকার পরেও কেন একটি নতুন পৃধিবী চাইব । যাহোক অনেক অনেক ধন্যবাদ খুব সুন্দর একটি কবিতা উপহার দেয়ার জন্য । সার্থক একটি কবিতার ভাষা এমনই হওয়া উচিত যেন একে বিশ্লেষণ করে যেদিকে খুশী সে দিকে নিয়ে যাওয়া যায় ।
৪| ০২ রা এপ্রিল, ২০১৬ রাত ৮:১৫
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: এটা একটা ভিন্ন জগৎ হবে,মানুষ চাইবে আমি ভাল থাকি তুমিও ভাল থাক,সবাই একে অন্যের বিপদে এগিয়ে আসবে।আর আমি ব্যাক্তিগত ভাবে একদিন প্রিয়ার চোখের মিষ্টি চাহুনীতে আর চায়ের কাপে ভোর হবে
©somewhere in net ltd.
১|
০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪১
বিজন রয় বলেছেন: নতুন পৃথিবী তো আমিও চাই।