![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় ছোট্ট পৃথিবী আমার,
জানো তো ইদানিং তোমাকে দেখলেই মুখে কথা আটকে যায়।অনেক কিছু বলবো ভেবে,যেই কথা শুরু করি চোখ আটকে যায় তোমাতে।যখন দেখেছিলাম তখন বুঝতেই পারিনি এই তোমার জন্য আমার পৃথিবী একদিন থেমে থাকবে,তবে সত্যি বলতে কি সবসময় স্বপ্ন দেখি এমনটা নয়,কিন্তু যখনই দেখি তোমাকে পাবার জন্য যুদ্ধ করার স্বাদ জাগে,
তোমাকে ভেবে অসংখ্য বার মনের মাঝে রক্ত ঝরে,খুব বেশী তোমাকে কিছু বলতে পারি না,তবু এতটুকু বলি আমার মনের কানায় কানায় তোমারই বিচরন,আমার সকল আহভান এর পরও তুমি যখন নিশ্চুপ
থাকো যদি নিজেকেই খুব তুচ্ছ মনে হয়।শুধু এতটুকু বলি তোমার ওই চোখের মাঝে ডুবে মরতে চাই,তুমি যতই নিশ্চুপ থাকো তোমাকেই এভাবেই ভালোবাসতে চাই,তোমার সাথে চুলোচুলি করে আর তোমার খামচি খেয়ে তোর আভিমান সহ্য করে এ জীবনটা কাটাতে চাই,এটাই প্রত্যাশা।আমার খুব স্বপ্ন দেখতে ইচ্ছে করে আর আমি তা দেখিও।কি স্বপ্ন জানো?
একটি সোনালি লাল জরি পাড়ের শাড়ি পরে থাকবে আমার অপেক্ষায়,
ভেজা চুলে মিশে থাকবে মাটির সোঁদা গন্ধ,বিন্দু বিন্দু জলের ধারা ভিজিয়ে দেবে আঁচল!আমি উদভ্রান্তের মতো ছুটে যাবো তোমার কাছে,খুঁজে নেবো ছন্দের অন্ত্যমিল!রাগ করে তুমি বলবে ভালোবেসে অপেক্ষায় থাকা ছাড়া মেয়েদের আর কোন কাজ নেই বুঝি?তারপর ভোরের শুরু ক্লান্ত বিকেল,
ভাত ঘুমের অবসরেও একাকী! ভীষণ পাগলাটে হবো তোমার জন্যে।
তারপর,তারপর একদিন তোমার প্রতীক্ষার পালা শেষ করে আমি আলতো করে হাত রাখব তোমারই কাঁধে,মুখ না ঘুরিয়েই তুমি বলবে
"প্রিয় তোমার জন্য এলোচুলে অপেক্ষা,পৃথিবীর সুন্দরতম শিল্পের অন্য এক নাম!
তুমি জেনে নিও তোমাকে ছাড়া আমার বাস্তবের ভালোবাসাটাকে সাজাতে পারিনি,কিন্তু কল্পনার ভালোবাসাটা রঙ্গিন আমার, যেখানে শুধুই তোমার বিচরণ।শুধু তোমারই।
একটা কথাই বলে শেষ করব,সূর্যটাঅস্ত গেলেও তোমার সামনে হাঁটু গেড়ে বসে,এতটুকুই হাহাকার থাকবে মোর প্রার্থনায়।
"পৃথিবীর সব কোলাহল আবল তাবল,পাগল ছাগল ছুড়ে ফেলে এই জনমে তুমি শুধু আমার হইয়ো,জন্মাতরের দাবী রইলো"
তোমার,
মেঘবালক
০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৯
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ভাল বলেছেন,আসতে থাকুন আপনাকে দেখে অন্যেরা আসবে হে বন্ধুবরেন্য
২| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৭
ডায়নামিক ইকবাল বলেছেন: সুন্দর লিখেছেন জনাব। আর বিজন রয় ভুল বলেছেন।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৮
বিজন রয় বলেছেন: শুধু আমিই আসি আপনার পোস্টে।