![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাধবীলতা,
যদি কখনও পালাবার জায়গা না থাকে দিন, রাত্রি অথবা অন্ধকারে।
তুমি কি সেইদিন আমার হাতটা একটু ধরবে?
যদি আমি কখনও ধ্বংসপ্রাপ্ত হয়ে পড়তে পড়তে থেমে যাই- মাঝপথে,
কিংবা আটকে যাই কার্নিশে তুমি কি আমার হাতটা একটু ধরবে।
যদি কোনদিন আমি বলি আর আমি নেই আমার মাঝে বরং প্রতি মুহূর্তে হারিয়ে গেছি তোমার পৃথিবীতে প্রকৃতি পাহাড়, সমুদ্র, কিংবা আমার ছোট্ট জায়গাটিতে।তুমি কি আমার হাতটা একটু ধরবে?
যদি আমি হারিয়ে তোমার মাঝে,মিশে যাই চুন-সুড়কির নগরীতে
তুমি কি সেদিন আমার হাতটা একটু ধরবে?যদি নিভে যাই অন্ধকারে,
যদি ভেসে যাই রোদে,যদি ডুবে যাই পাথরে,তুমি কি আমার হাতটা একটু ধরবে।যদি তলিয়ে যাই স্মৃতিতে যদি ক্ষয়ে যাই জলে,যদি থেমে যাই চলতে মাধবীলতা, তুমি কি আমার হাতটা একটু ধরবা?
আমি কি চাই জানো?
আমি শুধু চাই তুমি আমায় দেখো, না ঘুমিয়ে-না স্বপ্নে.. আমি তো চাই তোমায় বোঝাতে কতটা ব্যথা হয় বুকের বাম পাশে, নাকের ফাঁকে গরম
শ্বাস নিতে গিয়ে টের পাই, বিশুদ্ধ বাতাস কবেই আমাকে ছেড়ে গেছে!
আমি তো শুধু এটুকুই চাই, তুমি আর আমি মিলে আমরা হই। ছোট্ট গাছ, অনেক ঘাস, মিস্টি হাড়ি,আমাদের দোতলা বাড়ি..বাগানের ঘাসগুলো যে এখনই শুকিয়ে যাচ্ছে. ইচ্ছে হয় বড্ড একবার এই ঘাসফুল রঙ্গের শাড়ি পরে খুব করে জড়িয়ে ধরে বলবে আমাকে"তোমাকেই চাই"!
আমি জানিনা ভেঙে যাওয়া মানুষগুলো কেন একে অপরকে টানে! ঠিক যেন নদী টেনে আনে তীরের ভাঙ্গণকে। বৃস্টিতে মন্ত্রমুগ্ধ হয় কই মাছের ঝাঁক,নোংরা পাপোশ চুষে নেয় জুতোর কাদাপানির শেষ বিন্দু..
আমি চাই তুমিও ঠিক সেভাবেই আমার হও,ঠিক সেইভাবে।
তুমি দেখো, আমি শুধু তোমার জন্যই মারা যাবো। অথচ সবাই দেখবে আমি দিব্যি হেটে চলে বেড়াচ্ছি, দিব্যি কথা বলছি, ঘুরে বেড়াচ্ছি। আলো বাতাসটুকু ঠিকই নিচ্ছি। তুমি তো জানো, বেঁচে থাকতে আলো আর বাতাস লাগেনি কারো কোনোদিন! বেঁচে থাকতে লাগে একটুখানি নিঃশ্বাস, নিঃশ্বাস নিতে লাগে বেঁচে থাকার দু-তিন মুঠো বেয়াড়া ইচ্ছে।আর অতটুকু বেয়াড়া ইচ্ছে কিমবা চাওয়া পাওয়াতে মিশে আছো তুমি, জানো তো?
ইতি
মেঘবালক
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৩
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: প্রকৃতি কে তো ভালবাসি আমি ,নারী আর প্রকৃতি কি আর আলাদা করা যায়
২| ১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০২
রাজসোহান বলেছেন: এতো প্রেমপত্র, কেউ পটছে ভাই?
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৪
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: এটা কাউকে পটানোর জন্য নয়,ব্যাক্তিগত সংগ্রহের জন্যে
৩| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব চমৎকার হয়েছে। লিখতে থাকুন বারবার। মাধবীলতা সারা দিবেই।।
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৫
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ,মন্তব্য করনীয় ও সমালোচনা বক্তব্য দিয়ে পাশেই থাকুন
৪| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৭
মো: ইমরান আল হাদী বলেছেন: বাহঃ মিষ্ট মধুর প্রেম পত্র।
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৫
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪২
চাঁদগাজী বলেছেন:
লতাপাতা (মাধবীলতা?) দিয়ে কি হবে? গাছকে ভালোবাসুন