![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"তোমার আঙুল ছুঁতে চাই"
ফেসবুকে ইভেন্ট দেব,
সারা বাংলায় রটিয়ে দেব আন্দোলন,
শাহবাগে আবার হবে লক্ষাধিক জনতার সম্মেলন';
দাবী একটাই
তোমার আঙুল ছুঁতে চাই।
শহরের সব নগ্ন ভিখিরিদের খেতে দেব একবেলা,
প্রত্যেকটা টোকাই শিশু পাবে নতুন জামা,
লিফলেট আর পোস্টারে চেয়ে যাবে শহর;
দাবী একটাই
তোমার আঙুল ছুঁতে চাই।
রেসকোর্সে ভাষণ দেব,
ঘেরাও করব সচিবালয়,
স্পিকারের কাছে স্মারকলিপি যাবে;
দাবী একটাই
তোমার আঙুল ছুঁতে চাই।
একবার তোমার হাসি দেখার জন্যে
জ্বালিয়ে দিতে পারি ভোটকেন্দ্র্র
মারতে পারি একটার পর একটা ব্যালটে সিল
দাবী একটাই
তোমার আঙুল ছুঁতে চাই।
হরতাল হবে, অবরোধ হবে,
ব্যাংক বীমা বন্ধ হবে,
গভর্নরকে অপহরণ করবো;
দাবী একটাই
তোমার আঙুল ছুঁতে চাই।
তোমাকে সন্ধ্যা নামার আগে দেখে ফেলার অপরাধে,
কিংবা, তোমার চূর্ণ চুল
নিজ হাতে সরিয়ে দেয়ার অলঙ্ঘনীয় পাপে
এ সভ্যতা যদি আমায় মৃত্যুদণ্ড দেয়,
আমি খুশী মনে চড়ব ফাঁসী কাঠে
মৃত্যুর আগে শেষ ইচ্ছা
"তোমার আঙুল ছুঁতে চাই"
১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৫
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: আপনি এতদিন পর ফিরে এলেন
২| ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৮
বিজন রয় বলেছেন: কত দিন পর?
ট্যুরে ছিলাম যে!
৩| ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
আলাউদ্দিন জনি বলেছেন: দারুন লাগলো
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩০
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ
৪| ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৯
বিজন রয় বলেছেন: শাহবাগে আবার হবে লক্ষাধিক জনতার সম্মেলন';
জানিনা আর কখনো সেদিন আসবে কিনা!
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩১
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: আসবে,সত্যকে বেশিদিন চেপে রাখা যায় না
৫| ১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬
প্রন্তিক বাঙ্গালী বলেছেন: যাই হওক, তবে কিছুই বুঝলাম না।
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩২
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: হাহাহা
৬| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০১
আরণ্যক রাখাল বলেছেন: এতো কিছু করার কথা তো বোধহয় রাজনৈতিক দলগুলোর ম্যান্ডেটেও থাকে না
১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৪
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ওদের কথা আর বলেন না বেশ্যাকে তবু বিশ্বাস করা চলে তাদের নয়,ভালবাসা অন্য ব্যাপার অসম্ভকে সম্ভব করতে হয়,সবাইকে কখনও না কখনও অনন্ত জলিল হতে হয়
৭| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫১
কালনী নদী বলেছেন: আমারা পক্ষ্যে কখনও সম্ভব না, আপনি চেষ্ঠা চালিয়ে যান।
©somewhere in net ltd.
১|
১৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
বিজন রয় বলেছেন: দারুন একটি সমসাময়িক কবিতা।
+++