![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এলো চুলের ভাঁজ ঠিক করতে করতে
যদি তোমার অধরের গোপনীয়তা নিয়ে লিখি ?
তাহলে কি তা অশ্লীল ?
যদি তোমার শ্যামল কপোলের প্রতি
আমার গহীন পিপাসার্ত মনের আকাঙ্খার কথা লিখি ?
কিংবা
কোন এক বৃস্টিস্নাত দিনে
তোমার সিক্ত কোমল হাতের রস আস্বাদন করি ?
হবে কি তা অশ্লীল ?
নাকি তোমার নাক ফুলের বেড়া ডিঙ্গিয়ে
চুপিসারে কানে কানে যদি বলি
"এই মেয়ে ভালবাসি তোমায়"
তখন কি হবে অশ্লীল ?
কোন এক শীতল সন্ধ্যায় ,
উষ্ণতা প্রয়োজন ,
তাই গা ঘেষে বসে আছি
এক চাদরে দুজন মুড়ে আছি
বল ? এটা কি অশ্লীল ?
আমি যদি
তোমার কালজয়ী
মিশকালো নয়নের তীব্র
আহবানে সাড়া দিয়ে জড়িয়ে ধরে কামড়ে দিই
কিংবা
নয়নের অভিমুখে
তোমার তীব্র আবেগে
কম্পিত তৃপ্ত ঠোঁট জোড়া যদি জ্বালিয়ে দিই
হবে কি তা অশ্লীল ?
যদি হয় অশ্লীল
তাহলে আমি অশ্লীল
আমার কবিতা অশ্লীল
শামসুর রহমানের প্রতি লাইন অশ্লীল
এই কপট শালীনতার সমাজে
সবাই অশ্লীল
সব অশ্লীল
২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০৩
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ
২| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০০
আহমেদ জী এস বলেছেন: সানবীর খাঁন অরন্য রাইডার ,
একান্ত কদাকার না হলে কোনও কিছুই অশ্লীল নয় । শ্লীল - অশ্লীল নিয়ে অনেক কথাই বলা যায় । এখানে নাইবা বললুম ।
তবে আপনার কবিতার কথা বলি, এই লাইনটি -
কোমল হাতের রস আচ্ছাদন করি
শব্দটি " আস্বাদন" করি হবে সম্ভবত ।
শুভেচ্ছান্তে ।
২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:০৪
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ টাইপিং ভুল ধরিয়ে দেয়ার জন্যে
৩| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪৬
রায়হানুল এফ রাজ বলেছেন: আপনি কার সাথে এইসব করবেন তার উপর নির্ভর করবে সেটা অশ্লীল কি না (হা হা হা)।
২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৫৮
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ঠিক ঠিক ঠিক
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪০
দইজ্জার তুআন বলেছেন: ভালো লাগা
+++++++