নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

বেঁচে থাকুক ভালোবাসা

৩১ শে মে, ২০১৬ বিকাল ৪:২৮

আসলে কোন একসময় লিখেছিলাম ভালবাসার সংজ্ঞা,যেটা ছিল অনেকটা এমন-
"ছোটো ছোটো অনুভুতি ছোটো ছোটো আশা কাছে পেলে ভালো লাগে না পেলে ব্যাথা ভালবাসা।মানুষের একটু জ্বালা সয়া ভালবাসার মানুষের একটু হাতের ছোঁয়া মনের আয়নায় সর্বদা তার ছবি সে তোমার কবিতা হলে তুমি তার কবি।"
অসলে অনেকেই তো অনেক রকম সংজ্ঞা দেয়,সমস্ত হাহাকার,ছারখার আর বরবাদে এবং সবকিছু নতুন করে সৃষ্টিতে কেউ যদি মিশে না থাকে তবে বলে ভালবাসা হয় না।আমারও তাই মনে হয়।
আবার এমন টাও হতে পারে"তুমি তো এমনই একজন শত সাধনায় না পেয়েও যারে,খুঁজে ফেরে এই মন"
তবে যদি বাস্তবে ভালবাসা বলে কিছু থাকে তার জন্য সাহস লাগে। তীব্র চাওয়া লাগে আর যে কোন অবস্থায় গ্রহন করার সাহস লাগে(উভয় ক্ষেত্রেই প্রযোজ্য)।সারাজীবনের জন্য একজনকে দেখে বুকে ধ্বক করে না লেগে উল্টা প্রবল ভালোবাসায় আচ্ছন্ন হতে খুব হ্যাডম লাগে। এমন ভালবাসার উদাহরন আজ চোখের সামনে।
এনজিও কর্মী অলোক ভালোবেসেছিলেন লক্ষ্মীকে অনির্বচনীয় সে ভালোবাসায় এসিডে ঝলসে যাওয়া লক্ষ্মীর পোড়া চেহারা একটুও বাধা হতে পারেনি।
অলোক আর লক্ষ্মীর জন্য এক সমুদ্র ভালোবাসা... ভালো থাকুক ওরা, যে অনির্বচনীয় ভালোবাসার বাঁধনে বাঁধা পড়েছে ওরা, সে ভালোবাসা ঘিরে থাকুক ওদের অনাদি অনন্তকাল।
#"অলোক আর লক্ষ্মী" আপনারা ভালো থাকুন।বেঁচে থাকুক ভালোবাসা ।



মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৬ বিকাল ৪:৩২

বিজন রয় বলেছেন: দারুন।

শুভকামনা রইল তাদের।

৩১ শে মে, ২০১৬ রাত ৯:৫৯

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: আমার পক্ষ থেকেও

২| ১৬ ই জুন, ২০১৬ রাত ২:১১

কানিজ রিনা বলেছেন: ওদের ভালবাসা স্বর্গীয় আলোক রশ্ব্যি,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.