নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

পৃখিবী জুড়ে থাকবে ভালোবাসার সন্তানেরা

১৬ ই জুন, ২০১৬ রাত ১:১১

আমরা কষ্ট দিয়ে কাঁথা বানাবো বৃষ্টির শীতল রাতে ছড়াতে নিরাপদ উত্তাপ
দুঃখের শীতলপাটিতে শুয়ে শুনবো ভালোবাসার কবিতা।
আমাদের চোখের পানিতে ঝাপসা হবে অক্ষর
আমরা তারা গুনবো একটি একটি করে চাঁদহীন রাত্রিতে।
তীব্র ক্রোধ,চিৎকার নয়, সংগীত হবে কান্নার শব্দ হবে সুরেলা
দুজনের হাত ছোঁবে না হাত হৃদয় একাকার হৃদয়ের সাথে
বিনোদিনী কোন একদিন শুধু আমাদের জন্য ভোর হবে
চাঁদ তার ষোলকলা পুর্ন করে জোছনায় ভেজাবে আমাদের
ঈশ্বর স্বর্গ সাজিয়েছেন অনন্ত অফুরন্ত প্রেমের উপকরণে
আমরা পৃথিবী সাজাবো আমাদের মত করে।
আজ অথবা আগামীকাল,তুমি আর আমি থাকবো শুধু
আর আমাদের পৃখিবী জুড়ে থাকবে ভালোবাসার সন্তানেরা।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.