![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা কষ্ট দিয়ে কাঁথা বানাবো বৃষ্টির শীতল রাতে ছড়াতে নিরাপদ উত্তাপ
দুঃখের শীতলপাটিতে শুয়ে শুনবো ভালোবাসার কবিতা।
আমাদের চোখের পানিতে ঝাপসা হবে অক্ষর
আমরা তারা গুনবো একটি একটি করে চাঁদহীন রাত্রিতে।
তীব্র ক্রোধ,চিৎকার নয়, সংগীত হবে কান্নার শব্দ হবে সুরেলা
দুজনের হাত ছোঁবে না হাত হৃদয় একাকার হৃদয়ের সাথে
বিনোদিনী কোন একদিন শুধু আমাদের জন্য ভোর হবে
চাঁদ তার ষোলকলা পুর্ন করে জোছনায় ভেজাবে আমাদের
ঈশ্বর স্বর্গ সাজিয়েছেন অনন্ত অফুরন্ত প্রেমের উপকরণে
আমরা পৃথিবী সাজাবো আমাদের মত করে।
আজ অথবা আগামীকাল,তুমি আর আমি থাকবো শুধু
আর আমাদের পৃখিবী জুড়ে থাকবে ভালোবাসার সন্তানেরা।
©somewhere in net ltd.