নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

একটি অহেতুক প্রেমপত্র

১৯ শে জুন, ২০১৬ রাত ২:২৬

প্রিয়তমা,
আজকে আর বড় চিঠি লিখব না,আজ শুধু দু একটা কথা বলব,আজ বাবা দিবস।নিশ্চই তুমি ভাল করেই জানো এ পৃথিবীতে সর্বপ্রথম ও শেষ যে পুরুষ টি তোমার সামান্যতম আঁচ লাগলে তুমি বিপদে পড়লে কোন কিছুর চিন্তা না করে তোমার জন্য যে কোন যুদ্ধে ঝাপিয়ে পড়ে।নিশ্চই একমাত্র সে তোমার বাবা।কোন সন্দেহ নাই তাতে।আমি অধম নিকৃষ্ট নিশ্চই তার সাথে তুলনা চলে না।তবে এর পর যদি আর কেউ তা করে থাকে চোখ বন্ধ করে ধরে নিতে পারো সে আমি।তুমি তোমার বাবার কাছে যেমন নিরাপদ ও সুরক্ষিত ঠিক তেমনটাই আমি চেষ্টা করব তোমাকে রাখতে আজীবন।তোমার সাথে সব পাগলামীর সাথে সমান তালে আমিও পাগল হবো।আর আরেকটা কথা যতই তুমি আমাকে অবহেলা করনা কেন,তোমার পর যে মেয়েটিকে আমি ভালবাসব সে তোমাকে মা বলে ডাকবে,তোমার কসম।বুঝলে একটা কথা বলি আজকে খারাপ লাগলে তোমার আসামী চাইলে তুমি যে কোন শাস্তি দিতে পারো।তো কথাটা হচ্ছে।তোমাকে দেখলেই আমার বাবা হবার সাধ জাগে,ইয়ে মানে তোমার বেবীর বাবা।শুভরাত

ইতি
তোমার পাগল

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.