![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবছো কিগো? তাকাও চোখে!
কি দেখছো বলো?
চোখের ভেতর ডুব দিয়ে দাও,
সমুদ্রস্নান চলো!
হাতটা দেখো,
আঙ্গুল ধরো,
মাথা রাখো কাঁধে,
দেখো তোমার নখের আগায়
স্বপ্ন বাসা বাঁধে।
ঠোঁট দেবে ধার?
আরেকটিবার
চুমুক দেব বলে,
বুকের ভেতর হাজার ভুতের
পাগলা নাচন চলে।
জড়াও বুকে
অশেষ সুখে
পাড়াও আমায় ঘুম!
স্বাক্ষী থাকুক টিকটিকিটা
একাকী বেডরুম।
দেখুক লোকে
নিন্দা করুক
করুক টানাটানি
হিংসা করুক
জ্বলে মরুক
হোকনা জানাজানি
চুল খুলে দাও,
উড়ুক একটু,
নাকেতে সুড়সুড়ি,
আমরা দুজন থাকবো সাথে
হবো বুড়োবুড়ি।
আমরা দুজন একটি শরীর
মনের ঘরে বাস
আকাশ মাটি এক করে দেই
ভালোবাসার চাষ।
১৯ শে জুন, ২০১৬ রাত ৯:০১
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৯ শে জুন, ২০১৬ বিকাল ৫:৫০
সিক্ত শ্রাবণ বলেছেন: খুব মিষ্টি।