নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

প্রেমপত্র-৬৪

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৩:৪৯

চারুলতা নন্দিনী,
আমি শুনেছি চোখের ভাষা আছে । এ বাক্য যুগে যুগে কেবল বইয়ের পাতাতেই পড়ে এসেছে যে ,সেই আমি তোমার দৃষ্টিতে সামান্যটুকু মুগ্ধতার দেখা পেতে পৃথিবীর শতসহস্র স্নিগ্ধ বাক্যমালা গেঁথে গেঁথে রচিত এক গান গাইবো শুধুই তোমার তরে । মুগ্ধতারা ছুঁইবে কি তখন তোমার ওই যুগল নয়নে ? জেনে রেখ , আমার শত জন্মের সাধ পুরোবে তবে!
তোমার কন্ঠ শুনতে আমি শতবার হবো একরোখা। তোমায় হাসিমুখে কপট দরজাল ভূমিকায় অবতীর্ন করার লোভে আমি হাজার বার করে যাবো পাগলামী । সেই তোমাকেই পেতে আমার চাওয়া শুধুই একজন তোমায় , কেন ? কারন বুঝোই তো,এ বহুল মিথ্যের ছড়াছড়ির যুগে তোমার থেকে আমি সত্য ভালোবাসা চাই যে! সত্য ভালোবাসা চিরস্থায়ী । পৃথিবীর সেরা একশ একটা রঙিন জিনিসও মনের টানের কাছে হার মেনে দুরে যেতে বাধ্য হয় । কারন তাতে যে কোনো মোহের ছোঁয়া থাকে না , থাকে শুধুই বিশ্বাসের ছোঁয়া । নিঃশ্বাসে নিঃশ্বাসে দুটি মন মিশে যাওয়ার নেশা । চেয়ে দেখো , বুড়িয়ে যাওয়া যুগলদের চামড়ার ভাজে ভাজেও একে অপরের জন্যে থাকে কেমন স্বস্তিময় ভালোবাসার ছোঁয়া ।
মন হলো ভালোবাসার রাজ্যে তোমাকে নিয়ে অবগাহন করি। ভালোবাসতে পারলে তাতে বাঁধা বলে থাকে না কিছু । বাস্তবতাও ছুটে চলে তখন তারই পিছে , বুঝলে ? দেশপ্রেমে লোকে প্রাণ দেয় , স্রষ্টাপ্রেমে কারো বা জীবন পার । তার সবই সত্য ভালোবাসা । তেমনি মানুষে মানুষে সত্য ভালোবাসাতেও স্বার্থ চিন্তা থাকে না । অহংকার , লোভ , হিংসা সে তো আরো কত দুরে । এই দেখো , আমি কেমন সত্য ভালোবাসার সংঞ্জাটাও জেনে ফেলেছি !
সে যাই হোক , তা অতকিছুর বিনিময়ে কেবল একটুখানি সত্য ভালোবাসাই চাইবো তোমার নিকট । দিও , কেমন ? জানো তো নিশ্চয়ই?! এর শক্তি কতটা গভীর হতে পারে !
তারপর দুজন মিলে না হয় একটা স্বপ্নচারা যুগিয়ে ফেলবো , ঠিক আছে না ? সে গল্প হবে আরেকটা দিন । আজকের মত থামছি তবে এই আবোলতাবোল কথক । কিন্তু সেইদিন কিন্তু আর থামছিই না যেদিন পাচ্ছি দেখা তোমার । মনে থাকে যেন । হুম!আমি এটাই পারি এভাবেই পারি তোমায় ভালবাসতে,তাছাড়া যে আর কিছু আমার মাথায়ই আসেনা
আমি সারাক্ষন তোমার মাঝে মিশে থাকতে চাই।কথাটা যদিও রুপক অর্থে ব্যাবহৃত,তবুও আসলে ঠিক মনের কাছে থাকা অথবা না বলেই বুঝে ফেলা।একটা পিন পরার শব্দও শেয়ার করা এইতো,হয়ত অনেক তুচ্ছ তবে দিন শেষে এতটা পাশে তুমি থাকলে আমার স্বর্গও চাই না।
তোমার হৃদয় এর স্পন্দন গুলো কান পেতে শুনতে চাই আমি,জানতে চাই না ভাল থাকার দিন গুলোতে তুমি কেমন থাক,সবাই যখন ভাবে তুমি স্বয়ংসমপূর্ন,সেই মেয়েটা একাকিত্বের সময় গুলোতে কেমন থাক?
বিষন্ন তারার আঁকাশে কি কথা বল?আমি সব জানতে চাই।ভাল কিছু সবাই চায়,আমি তোমার বিষন্নতাকে,তোমার না ভাল গুলোকে,তোমার একাকিত্বের দু ফোঁটা চোখে পানিকে ভালবাসতে চাই।খুব ভালবাসতে চাই।
জানতে চাই তোমার দেয়লে টিকটিকি গুলো কি বলছে?অথবা জ্বর এর দিনগুলোতে তেল জলের মাথায় থাকা সবথেকে স্টাইলিশ মেয়েটি কেমনে আদরের কোল খুঁজে নয়।কতটা ভালবাসলে তাকে এতদূর থেকে অনুভব করা যায়?
আসলে মায়াময়ী ঈশ্বর জানে এই জীবনে শুধু তোমাকেই ভালবেসেছি,
এক জন্ম নয়, শত জন্মান্তরে শুধু তোমাকেই চেয়েছি।এক মহাকালের প্রতিটি পরতে পরতে রক্ত দিয়ে লিখে রেখেছি তোমার নাম;চোখ রাখো আমার চোখে,দেখতে পাবে-মহাকাল নিয়ে বসে
আছি এই আমি; নিঃশ্বাসে আমার তোমার নামের মিছিল।
ইতি
তোমার একলব্য

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.