![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি তুমি আমায় না ভালবাসো,
তবে তবে বাংলা অভিধান থেকে উঠে যাবে ভালবাসা নামক শব্দটা
কেজি দড়ে বিক্রি হবে রবীন্দ্রনাথের কবিতা
সবাই ভালবাসাবাসি বাদ দিয়ে যুদ্ধে যাবে।
পুরো পৃথিবীর প্রাচীন প্রেমকাহিনী গুলোর ঠাঁই হবেনা ইতিহাসে
যদি ঠাঁই না হয় তোমার হৃদয়ে আমার
তুমি যদি আমাকে প্রত্যাখ্যান কর
তবে প্রত্যাখ্যাত হবে মানবাধিকার
আর হৃদয়ে ধারন করা সাংসদীয় গনতন্ত্র।
মানুষ হারাবে তার অস্থিত্ব ও বিশ্বাস
যেমন তুমি হারিয়েছ আমার ঘোরলাগা প্রেম
তুমি যদি আমার হাতটি না ধরো,
শহীদ মিনার স্মৃতিসৌধে আর কেউ ফুল দিবেনা
বাংলাভাষা ও দেশের প্রতি জানাবেনা কেউ প্রেম।
ভালবাসা দিবসে হাতে হাত রেখে চলা কপোত-কপোতী
বিচ্ছিন্ন হবে নিমিষেই
স্বামী স্ত্রী মিলিত হবে প্রতি রাতেই
কিন্তু বাচ্চা হবেনা বাচ্চা হবেনা বাচ্চা হবেনা।
তুমি আমাকে গ্রহন না করলে
এই দেশ পড়বে সাংবিধানিক সংকটে
মিলেটারী ক্যু হবে প্রতিনিয়ত
গোলাপ আর বেলী ফুলের বদলে
চাইনিজ রাইফেলের গুলি ফুটবে যত্র তত্র।
তুমি আমাকে ফিরিয়ে দেওয়ার পর
চায়ের দোকানগুলো জনশূন্য হবে
ছোট ছোট চুমুকে যে চায়ের কাপে ঝড় উঠত
ধূলো পড়ে ব্যবহারের অযোগ্য হবে সেই কাপ
বিকেলে টিএসসি হবে নিষ্প্রাণ
যেখানে ছেলেমানুষি আর দুষ্টামিতে
প্রাণ খুঁজে নিতো কপোত-কপোতীরা।
তুমি আমাকে ধারণ না করলে
রমনার সবুজ চত্বর ধারণ করবে না কোন ফুল
ফলের গাছগুলো চৈত্রের দুপুরের মত
খাঁ খাঁ করবে, প্রকৃতি হবে বিবর্ণ
পুকুরের জল শুকোবে, ধূ ধূ মরুভূমি হবে নাটক পাড়া।
তুমি আমার বিপরীতে গেলে
ঈদের আগেই হবে কঠোর আন্দোলন
ডাইরেক্ট এ্যাকশনে উত্তাল হবে দেশ
মিছিলে মিছিলে গর্জে উঠবে প্রেমিক যুগোল।
শুধু আমাকে না বলার কারনে
আরেকবার বাংলার মাটিতে যুদ্ধ হবে
গর্জে উঠবে স্টেনগান
যেমনটা তোমার নামে গর্জে উঠে হৃদয়।
তাই আমি বলি তুমি আমাকে ফিরিয়ে দিওনা
বরং এসো আমরা শান্তি চুক্তি করি
ভালোবাসার চুক্তি, আজীবন পাশাপাশি থাকার চু্ক্তি
পুরো জাতি মাতুক আনন্দে,
যেমনটা মেতেছিল ১৬ ডিসেম্বরে।
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৫
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৯
শাহরিয়ার কবীর বলেছেন: দারুণ লিখেছেন!