![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকে দেখলে কেমন যেন অনুভূত হয় আমার
ইচ্ছে করে নতুন করে সাজাই আমার জীবন
তুমি আসলে এমনকি যেই পথ দিয়ে তুমি যাও
ইচ্ছে করে সেই পথে আমি বিছিয়ে রাখি মোর চোখ
কখনও মন খারাপ করা চাহুনী কখনও বা আড্ডায় হাসি মুখ
তুমি যে পথে যাও ইচ্ছে করে ওপথের ঘাস ছুঁয়ে দেখি
হয়তো কিছুটা তোমার গন্ধ মিশে আছে
তুমি রোদ বৃষ্টি যখন যা খুশি চাও নিও
তোমার শুধু মায়া ভরা হাসি টুকু আমায় দিও
বারো হাজার বছরের মতো দীর্ঘ একটি সন্ধ্যে দিও
তোমার দিকে পলকহীন তাকিয়ে থাকার জন্যে
তুমি তো সীমান্তে থাকা সার্চ লাইটের থেকেও বেশী উজ্জ্বল
আমার জন্যে এক সন্ধ্যে লাল শাড়িটা পরে
গলায় ফুলের মালা দিয় একদিন খুব করে সাজবে মায়াবতী
তোমাকে দেখলে হৃদয়টা আজকাল এতো ধুকধুক
করবে যেন ডাক্তার ২ দুই বার ইসিজি করতে দেয়
তবুও ভালো তখনও আমি মরব না,চেয়ে দেখব অবাক চোখে
জলের মাঝে জ্বলি আমি কেমন করে?
তোমাকে দেখলে পেট্রল আগুন ছাড়াই পুরে আমি অঙ্গার
তোমাকে দেখলেই খুব করে বলতে ইচ্ছে করে
এই কান্ডজ্ঞানহীন মেয়েটা আমার চেতনার
শান্তি-শৃঙ্খলা, সংযম ও হৃদয় সব তছনছ করে দিয়ে গেছে।
০১ লা জুন, ২০১৭ সকাল ৮:৪৩
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০১
ধ্রুবক আলো বলেছেন: বাহ! খুব সুন্দর লেখনি,,,