নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

প্রেমপত্র-৭১

২১ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:২৫

মেঘলারানী
আমি জন্ম-জন্মান্তরের অলীকতা ঘুচিয়ে দিয়ে,মৃত্যুকে জানাতে পারি সাদর সম্ভাষণ। আবার মৃত্যুর গহীনে দাঁড়িয়ে প্রেম আর জীবনের সুর বাঁধি অনায়াস উপেক্ষায় ।আমি ছুঁয়ে যেতে পারি ভালবাসার মাইলফলক
কেবল দু'হাত বাড়িয়ে তোমায় ছুঁতে পারি তা নয় তোমাকে বুকপাজরে আগলে রেখে সবপ্রতিকূলতার সাথে আমি যুদ্ধ করতে পারি।কেবল তোমার গহীন হিয়ার অহম ভেঙে,আমূল ভালবাসায় ভাসাতে পারি তোমায় তা নয় এক মুহূর্ত তোমার চোখের পানি যাতে না পরে এর জন্য শতশত বার করতে পারি সব থেকে নির্মল ছেলে মানুষি।তোমার সুরম্য হৃদয় দুর্গের কঠিনতর আগল ভেঙে টানতে পারি কাছে ; বলতে পারি আমার আমির সবটুকু জুড়ে কেবল তোমাকেই ভালবাসি ,ভালবাসি ... ভালবাসি।
সারা শহর জুড়ে বৃষ্টি নেমেছে এই রাতের আঁধারে ,শুধু তুমি নেই।কি যে অসহ্য লাগে চারিপাশ।ছাদে গিয়ে একাই ভিজে আসি মধ্যরাত্রীর বৃষ্টিতে।
একদিন ঠান্ডা জলে ভিজতে এসো হাতটা ধরে,কপালে আঁকবো চুমু ,বুকের মাঝে আগলে রেখে দিব কিছু উষ্মতা।হবো বিজলী,মেঘের মধ্যে ঝলকানীর প্রতিরূপে জ্বালিয়ে দিবো তোমার ভেতরটা ।
প্রতিটা নিউরন আর ক্রোমোজোমে নামবে ভালোবাসার বৃষ্টি ,আর হাজারো বৃষ্টির ফোঁটা সাক্ষী হবে আমার তোমার ভালোবাসার ।
ঠিক যেমন ক্ষুদ্র পতঙ্গ যখন আগুনে ঝাঁপিয়ে প'ড়ে আত্মহুতি দেয়
তখন সে এটা বুঝেই ঝাঁপিয়ে পড়ে যে তার মৃত্যু হবে। হয়ত এটাই সত্যি । কিন্তু যে আগুনে মন জ্বলে তা তো কেবল নিবারণ হবে মোমের আগুনে। কতগুলি মোম জ্বালাও আবার নিভাও,একদিন মোম শেষ হয়ে যাবে আর তারপরও তোমার প্রতি আমার ভালোবাসা শেষ হবে না,কোনদিনই না।
তুমি পরীক্ষা করোনা আমার ভালবাসা কতটুকু তোমার জন্য বরং তুমি তা বুঝে নাও কৌশলে ,এই পাগলকে বুঝতে পাগলী হও তুমি ।
টুপ করে অজান্তে তুমি আমায় ফেলে দিওনা ওয়েস্টবিনে,হৃদয়টা কি ঈশ্বর ফাও বানিয়েছে ?আমার অগোছালো সকাল, প্রিয় দুপুর
আর এই শেষ রাতের প্রহরটুকুতেতুমিই তো লেপটে আছো বুকের পশমে।
তবু সন্দেহের জাল কেন বুনো,কঠোর কোন পৌর মহিলার ফাঁদ পেতে ?
ওরা যে তোমার নোখের যোগ্যতাও রাখে না ।আমি হাজারটা রাত্রি স্বপ্নে তোমার বাহামিতায় দমে থাকি সব সময়ে নিশ্চুপ, নির্বিকার বাক্যালাপে কিংবা ঝিমুই তোমার সান্নিধ্যে বসে ।আমার যে ঘোর কাটে না তুমিময়ে,
তুমি আমার এসব কে আবার দুর্বলতা ভেবে নিও না মনে রেখ এটা আমার অহমিকা।আমার আজন্ম অহংকার তুমিময়তা।
ইতি ,
হিমু

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:২৮

পথঘাটের কথা বলেছেন: অদ্ভুদ ভালোবাসা, যার সীমা পরিসীমা মাপা যায় না।

২২ শে অক্টোবর, ২০১৬ রাত ২:০০

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ঠিক বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.