নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

এবারই প্রথম তুমি

০৫ ই জুন, ২০১৭ রাত ২:০৯


ভুলে যাও তুমি আগেও ছিলে
পথ ঘাট আর বৃষ্টিরও জলে
এবারই প্রথম তুমি
এর আগে তুমি কোথাও ছিলেনা
আমার বুকের আগুনে ছিলেনা
চারদিকে এই ফাগুনে ছিলেনা
এবারই প্রথম তুমি
ছিলেনা তুমি কয়লাপোড়া গনগনে লালে
অতিত কিমবা ভুত ভবিষ্যৎ কালে
পথঘাট আর নবধারা জলে
এবারই প্রথম তুমি
এর আগে হৃদয়ে ছিলেনা,
মিছিল আর রাত্রিভেদী মশালে ছিলেনা
সাতক্ষিরা আর ত্রিসালে ছিলেনা
এবারই প্রথম তুমি
এর আগে তুমি কিছুতে ছিলেনা
নিভে আছি, তুমি আমাতে ছিলেনা
জবি রাবি আর ইবিতে ছিলেনা
এবারই প্রথম তুমি
যখন তুমি তোমাতে ছিলেনা
যেমন তুমি আমাতে ছিলেনা
ইহ জগৎ এর কোথাও ছিলেনা
এবারই প্রথম তুমি
এর আগে তুমি তুমিও ছিলেনা
এবারই প্রথম তুমি।
(নির্মলেন্দু গুনের কবিতা অবলম্বনে)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.