![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বলতে পারো,তোমায় আমি দখল করি কেমন করে,
হাজার হাজার লক্ষ কোটি মানুষ ভীড়ে?
কেমন করে অগোচরে তোমায় দেখে বয়স কমে,
সহিংস হই কিমবা করি নিজের বিনাশ বলতে পারো?
কে বা কোথায় বলে ফেলে তোমাকে যে হঠাৎ দেখায়,
সেটা নিয়েই হিসেব নিকেশ কপট ভয়ে দিন কেটে যায়।
কিংবা ধরো,চেনাজানার পরিধিটা বাড়াই কমাই
তুমি থাকতে আর কি লাগে বেঁচে থাকায়?
তবু আবার হয়না বলা,কোনোকালেও
তবু তুমি ঘুরতে থাক হাজারতম কারন হয়ে আমার মাথায়।
মনেপ্রাণে ফেঁসে গিয়েও ভালোবাসার-মায়াজালে
অদৃষ্টে যার সুখ ছিলনা তোমায় ছাড়া কোন কালে
ভাসায় সে গা,নিরবতায় মন তবুও তোমার পিছে
চুপ থাকাতে মুখ খোলেনা রক্ত রসে আগুন জ্বলে।
হাজার বাঁকে একটুখানি হাতের ছোঁয়ায়,
বাজতে থাকুক তোমার হাসি অথবা চুড়ির শব্দ রিনিঝিনি
অশান্ত মন সান্ত্বনা পায় তোমার বলা একটি কথায়,
তোমায় আমি হাজার বছর কেমনে জানি?
বুকের ভেতর রক্ত দুলুক,
তোমার মাঝে জ্বলার এমন স্বপ্ন দেখাক,
তোমায় আমি ভালবাসি এ কথাতে
যতো খুশি,সুর কেটে যাক,সব মুছে যাক।
চেঁচিয়ে বলি তোমায় আমি এমনকি মিছিল করে বলতে পারি
কেমন করে মরছি আমি তোমার নামেই বুঝলে নারী।
কেবল খালি যন্ত্রনাময় সময় আমি কাটাই তবু তোমার নামে
যেমন করে ঢাকাবাসি বসে থাকে অসহ্যতায় শহর জ্যামে।
©somewhere in net ltd.