![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মায়াবতী,
হয়তো তুমি তেমন ভাল রাঁধতে পারো না,তবুও দিনশেষে আমাকে আধসেদ্ধ চাল আর আলুনি আলুভর্তা খাওয়াবে,হয়তো তেমন ভাল সাজতে পারবে না তবুও সন্ধ্যাবেলায় আমার জন্যে টিপ আর একপ্যাচে শাড়ি পড়বে,হয়তো তেমন চুল বাঁধতে পারবে না
তবুও কখনও আমার আবদারে ভেজা চুলে বেলী ফুল গুঁজবে বিশ্বাস করো এ সাদামাটা তোমাকে শতবর্ষ আগলে রাখবো।হয়তো তেমন কথা বলতে পারবে না
তবুও ভোররাতে হঠাৎ আমার কানে কানে বলবো 'শুনছো? জেগে আছো তো?'বড্ড ভালবাসি।
আচ্ছা তুমি কি রুক্ষ চুলে পথের ধুলো চোখের নীচে কালো ছায়া হবে।সেইখানে তুমি রাত বিরাতে স্পর্শ দিবে।তুমি কি আমার শুষ্ক চোখে অশ্রু হবে?মধ্যরাতে বেজে ওঠা টেলিফোনের ধ্বনি হবে?তোমার কিছু হলে আকুলতার হাত তীব্র অনুরাগে উর্দ্ধে তুলে দেবো হয়তো তেমন ভালবাসতে পারি না তবুও আঙুলের ডগায় তোমার মুখ রেখে বলবো 'ভালবাসি! ভালবাসবো!অনাদীকালের স্বপ্ন আমার তোমায় ঘিরে।সেই সন্ধ্যাটা থমকে যাক,চা আলা মামাটা দাঁত বের রে হাঁসুক,সবাই হা করে চেয়ে থাকুক,সেই পিচ্চি ফুলওয়ালী ২০ টাকায় সব বকুল ফুলের মালা দিয়ে যাক,তোমার লাল রঙ্গের শাড়িতে সোডিয়াম লাইট পরে আরো উজ্জ্বল তর লাগুক,ঐ পৌরনিক অ্যাফ্রোদিতীর মতো লাগুক তোমাকে,সেই বকুল ফুলের মালা গুলো হাত নিয়ে হাটুমুড়ে তোমার সামনে তোমাকে বলতে চাই"খুব বেশিকিছু চাইনা,এমন এক সুন্দর দিনে তোমার চোখে চোখ রেখে,তোমার হাতটি ধরে জানিয়ে দিতে চাই তোমায় আমি কতো ভালোবাসি,যে বাংলাদেশ ক্রিকেট দল এর ১১ জনের পিতা হবার স্বপ্ন দেখি আমি,আমি সেই দলের মা তোমাকে বানাতে চাই"এই এতটুকু ইচ্ছা আমার পূরন করবে কি তুমি?
বিয়ের প্রথম বছরটা বিবাহিত জীবনের সব চেয়ে সুন্দর সময় কাটে।এই সময়টাতে দুজন দুজনকে একটু একটু করে আবিষ্কার করতে শুরু করে।বিছানা থেকে টাওয়াল সব কিছু শেয়ার করার মাঝেই এক ধরণের সুখকর আনন্দ মেলে।আমি এখনই খুশি তোমার সাথে সব আনন্দ ভাগাভাগি করে নিতে পেরে।এই তুমি আমার সমস্ত ভালবাসা আর প্রেরণা।তোমাকেই নিজের সম্পদ বানিয়ে ফেলবো।সব ভালবাসাটুকু জয় করার
চেষ্টা করবো এখনও যেমন।আমি সারা জীবন তোমার প্রেমিক হয়ে থাকবো স্বামীর মাঝেও তুমি প্রেমিক খুঁজে পাবে।রোজ না হোক সপ্তাহে একটা চিঠি লিখব।তোমার শাড়ির কুচি ঠিক করে দিব।তার আত্মভোলা বাচ্চা বৌটার এর জন্য মানিব্যাগের এক কোনায় একপাতা টিপ কিনে রাখব আর যখন তুমি বলবে,ওহ!টিপ পরতে ভুলে গেছি
আমি মুচকি হেসে বলবে,আমি তো জানি তুমি ভুলে যাবে।আমি তোমাকে প্রত্যহ এভাবেই জয় করব।যে ভালবাসার কথাগুলো প্রথম পরিচয়ে,মন দেয়া নেওয়ায় কারন হয়েছিল সেগুলোই হবে আজীবন তোমাকে ভালবাসার প্রেরনা।তোমার মাঝে হবে এক ধরণের অভ্যস্ততা আমাতে।
স্বামী হওয়া সহজ কিন্তু প্রেমিক হওয়া কঠিন।বিয়ের পরেও ভালবাসা দিয়ে জয় করে নিতে আমি সদা প্রস্তুত থাকবো যতই স্ত্রী হও আজীবন তোমার মাঝে প্রেমিকা খুজে নিব আর তুমিও প্রেমিক।আমি তোমায় সমস্ত ভালবাসা দিয়ে আগলে রাখবো।
পরিশেষে বলি,তোমাকে সবার সম্মুখে ভালবাসি বলার জন্যে যদি আমাকে পৃৃথিবীর সব থেকে নির্লজ্জ হতে হয় তবে জেনে নিও আমি আমার নাম এপিডেভিড করে নির্লজ্জ(বেহায়া)করে নিয়েছি।মানুষকে বলতে পারবো যতদিন বেঁঁচে ছিলাম তোমারই জন্যে আর মরলেও তোমারই জন্যে মরেছি।
ইতি
বদ্ধ পাগল
২৪ শে জুন, ২০১৭ রাত ১২:৫৩
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ
২| ২৫ শে জুন, ২০১৭ রাত ১:০২
তপোবণ বলেছেন: "প্রতীক্ষার দীর্ঘ হদুল বিকেল বেলায়
কথা দিয়েও না রাখা এক কথা হবি
একটুখানি কষ্ট দিবি
তুইকি একা আমার হবি
তুই কি আমার একান্ত এক দুঃখ হবি"
আপনার লেখা পড়ে শিমুল মুস্তফাকে শুনে নিতে হলো। যাক এই সুবাদে দীর্ঘ দিন পর কবিতাটি আবার শুনলাম।
৩| ২৫ শে জুন, ২০১৭ রাত ২:৪৭
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৭ সকাল ৯:৪৫
পারভেজ রশীদ বলেছেন: খুব ভাল লেগেছে।+++