![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উচিত ছিলো আমার রাতের পাশবালিসে
তোমার নামটা লেখা
যেন ভুল করে তুমি ভেবে জড়িয়ে ধরে
ওটাকে আর না ফাটানো লাগে।
উচিত ছিলো তোমার চোখ দুটোর কাজলের মত
লেপটে থাকা,আমি জানি তুমি কাজল বড্ড ভালবাসো
তোমার চুলে হাত বুলিয়ে সেই আঙুলগুলোকে
মনে হয় আমি যাদুধরে পাঠিয়ে দি
এমন গুরুতর সাহস আমি ছাড়া
এ পৃথিবীর আর কারি বা করার আছে?
উচিত ছিলো আমার চোখটি খুললে
আমি যেন দেখতে পাই তোমায় সারাটি ক্ষন ।
উচিত ছিলো শাহবাগের এক সন্ধ্যাবেলায়
তুমি যখন নীল শাড়ির সাথে তোমার চুলে
কিছু বেলী আর গোলাপ গুজে আসবে
তখন আমি কোমর জড়িয়ে তোমায় তুলে ফেলবো।
উচিত ছিলো গলা না কাপিয়ে সামনা সামনি
অসংলগ্ন হোক তবুও বলা ভালবাসি সম্পূর্ন সাহসিকতায় ।
উচিত ছিলো এক সকালে তোমার বাড়ির সামনে দাড়িয়ে
সকাল বেলায় বলা জানালা দিয়ে তাকাওতো
উচিত ছিলো তখন তুমি ওড়না ছাড়াই অপ্রস্তুতে
আমায় দেখে লজ্জারাঙা অলতো হাসি
উচিত ছিল এক সকালে তোমার পাশে হাটতে চাওয়া
মুখ জড়ানো তবুুও বলা ভালবাসি তারপর ছুটে পালানো।
কিন্তু আমি সাহসটা পাইনা কোনকালেই
মনের ঘরে বিদ্রোহ হয় তোমায় নিয়ে
আত্মারা সব আন্দোলনে,মগজ করে মশাল মিছিল
বলতে বাঁধে তুবও বলি তুমি ছাড়া কেউ ছিলনা কোনকালেই
একটা জীবন আর কিছু নয়
জীবনখানাই কাটাতে চাই তোমার নামে।
০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৮
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: কৃতজ্ঞতা
২| ০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৪:৫৭
ওমেরা বলেছেন: খুব সুন্দর হয়েছে ।
০১ লা জুলাই, ২০১৭ বিকাল ৫:৪৯
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: কৃতজ্ঞতা
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৭ সকাল ১১:০৪
শাহেদ শাহরিয়ার জয় বলেছেন: সুন্দর লিখেছেন+