![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কালো মেয়েদের নিয়ে চিন্তা একটু বেশিই থাকে...
কেউ কেউ তো কখনো বলেই ফেলেন,একটা নির্দিষ্ট সময়ের আগে বিয়ে না দিলে আমার চার্মিং ভাব টা থাকবে না।
পরোক্ষভাবে আমার স্বামীকে সন্তুষ্ট করার সৌন্দর্য বা ক্ষমতা আমার থাকবে না...
এক বান্ধবির কাছে এটাও শুনেছিলাম যে
কালো মেয়েদের প্রেম করতে হয়, না হলে তাদের জন্যে বর পাওয়া যায় না!
কথাটা কখনো কখনো সত্যিই মনে হয়!!
যখন রক্ষাকর্তারা বাবাকে এসে বলে...
'ছেলে তো অস্ট্রেলিয়া নিবাসী, কিন্তু সুন্দরী মেয়ে চায়', বলেই হতাশ নজরে একবার প্রদক্ষিণ করে।
যখন ১০ পাশ মেয়েটার স্বামী এপ্রন পড়ে ঘোরে...
আর মাষ্টারি করা বৌ এর স্বামী সেই ১০ পাশ বৌয়ের গয়নার অর্ডার নেয় বাজারে...।
বাবা মায়ের তীব্র ভয় থাকে...
সম্বন্ধটা ভেস্তে গেলে আর কেউ যদি না আসে!
অঞ্জন দত্তের মত সবার তো আর প্রেমিক থাকে না, সবাই সম্বন্ধ ভেস্তে দেবার সেই গ্যারান্টিও দিতে পারে না...
তো আর এত অহংকার করে কি লাভ!
দিয়েই দেই, কপালে সুখ থাকলে এমনিই হবে!
ছেলে কমশিক্ষিত! দূরদেশী! তো কি, মাসে মাসে টাকা দিবে, মেয়ে শ্বশুরবাড়ি দেখবে খাবে নাতি নাতনি হবে দিব্যি চলে যাবে!
বিশ্ববিদ্যালয়ে পড়া মেয়েটা তখন কদমবুসি করতে শেখে, শুধুমাত্র রং এর দৌড়ে হেরে গিয়ে...
শোন সকল কৃষ্ণকলি, হ্যা তোমাদেরই বলছি।
তোমাদের রুপ দেখে কেউ হয় বিমোহিত,
হয়তো কিছু মন্দ লোকে বলে তুমি কালো, কিন্তু বিশ্বাস করো এই কালোর মাঝেই কোন প্রেমিক তার দুনিয়াটা খুজে পায়।
কোন প্রেমিক চায় তুমি তার সাথে - কালো পাড়ের নীল শাড়ি পড়ে,ইকটু সাজু গুজু করে রিক্সায় ঘুরবে।কাধে মাথা রেখে।হাতে হাত রেখে।
সাজুগুজু বলতে আবার তোমরা এটা ভেবে নিয়ো না, আমি তোমাদেরকে প্রসাধনীর প্রহারে বেখাপ্পা এই সোনা চুইয়ে পরা দেহ টাকে ফর্সা হওয়ার বৃথা চেষ্টা করতে বলছি,জানোতো তোমারা ঐ কালো রুপেই সকল যুবকের ঘুম ভবঘুরে।
কোন প্রেমিক চায় তুমি তোমারা চুলগুলো চিড়ুনির ভাজে সাজিয়ে রাখো।কানে ঝুমকোলতা, আর নাকে নোলক নেড়ে নেড়ে তাদের পাগল করে দেও।
আর আমি চাই তোমাদের ঐ কপালের টিপে সকল যুবকদের গেথে রাখো।আমি চাই তোমাদের হাতে বেজে উঠুক বালা-বাসুরি।
আমি চাই তোমাদের নূপুরধ্বনি আমার ঘুম কেড়ে নিক সকল যুবকের।
তোমাদের শাড়ির প্রতিটি ভাজে মিশে থাকুক সজল প্রেমিকের হৃদয়।কি এতটুকু তো সাজতেই পারো তোমরা।কোন এক প্রেমিক বলুক তোমাদের সুন্দর তুমি- সুন্দর তোমার মন।হোকনা গায়ের রঙ টা ইকটু বেশিই কালো।আমি চাই এই কালোরঙ টার মাঝেই হারিয়ে যাক সকল প্রেমিক হৃদয়।যেমন হারিয়েছিলেন রবীন্দ্রনাথ।
#সকল কৃষ্ণকলিদের ডেডিকেশন।
#রেসিজম কে না বলুন।
০৫ ই জুলাই, ২০১৭ রাত ৩:২২
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: খুবই সহজ চাইলেই হয়,চাইতে হয়
©somewhere in net ltd.
১|
০২ রা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:২৬
ওমেরা বলেছেন: বলা যত সহজ করা তত সহজ না ।