![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়তমা,
কতটা আত্মচিৎকার এ আমার হৃদয়ের এই ভঙ্গুর অবস্থা,
তা যদি আমার নির্ঘুম রাত কাটানো লাল চোখ দুটো দেখে বুঝতে,
দুজনের মাঝে সেতুবন্ধন গড়ব বলে যে কথার জন্ম আমার মনে,
তার প্রতিটি শব্দ তোমার কাছে অব্যেক্ত থেকে যায়,
নিদারুন অবহেলায়
তবুও তোমার উদাসীনতা আমাকে তোমায় চাওয়া থেকে
বিচ্ছিন্ন করতে পারেনা কিছুতেই
তোমায় ভুলতে গিয়ে আমি ভুলে যাই আমার
নির্ঘুম রাতে জন্ম নেয়া,
শত সহস্র শব্দের ইতিহাস
বিচ্ছিন্ন হতে গিয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাই
চারুলতার মত,
আমি নড়তে পারিনা,জড়িয়ে যাই তোমাতে,
তোমারি কোন বাধনে,
ভালবাসা আমার আজন্মের আকুতি,
তোমাকে ভালবাসতে গিয়ে মৃত্যু আমায় কখনো ডাকেনা,
অথচ বিশ্বাস কর,
তোমাকে দেখার আগে আমার কিন্তু কোন অসুখ ছিলনা।
©somewhere in net ltd.