নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার কুচকাওয়াজ

১১ ই জুলাই, ২০১৭ রাত ১২:৫৬

তুমি যদি বল প্রথম বিশ্ব যুদ্ধের দামামা বা
ময়দানের মাঝখানে গিয়ে হাটতে! তবে এই আমি চললাম।
তোমার পলক ফেলার আগেই গিয়ে অন্তরে
বাহিরে একটি ধর্মঘটের ডাক দি
হৃদয়ের মহাসড়কগুলো স্থবির হয়ে যাক।
স্টেনগানের হুংকারে উড়ে যাচ্ছে পাখিরা
জোড়ায় জোড়ায় বিপ্লবীদের পদার্পন
তোমার ধারালো চাহুনীর খোঁচায় রক্তাক্ত হৃদয়ের জমিন
রক্তাক্ত ধারার মত ঝরে আঠালো প্রেম,
মরিচার মত ক্ষয়ে ক্ষয়ে যায় হৃদয়ের মাংসল প্লাটফর্ম,
মস্তিষ্কে বিদ্রোহী ব্যারাকে আজ জুয়ার আসর।
তোমার তৃষ্ণা জ্বিবকে অসাড় করে ফেলেছে,
আমি শুধু তোমার দাবীতে স্লোগান দিই,
তোমাকে আসতেই হবে,তোমাকে চাইতেই হবে।
আমার কবিতা, আমার পত্রিকা, আমার স্লোগান,
আমার চিন্তা, আমার চেতনায়
প্রতিদিন শত বার তুমিময়তা জন্ম দেয়।
আমি শত শত গোলাপ দিয়ে স্বপ্ন কিনি,
তোমাকে চাইবার ক্ষুধা আমাকে ভিখেরি করে ছেড়েছে।
মানুষ রক্তের দামে যেমন দেশমাত্রিকা কিনে
আমি হৃদয়ের দামে তেমনি কিনতে চাই তোমার বিশুদ্ধ প্রেম।
হৃদয়ের দামে আমি ট্রাফিক কিনেছি, পুলিশ কিনেছি
ডাক্তারের চিকিৎসাপত্রে সব আমার হয়ে তোমার নাম লেখে,
চ্যানেলে চ্যানেলে আমার তুমিময় সিরিয়াল
বৃত্তে বন্ধী করেছি,তোমার আমাকে ফিরিয়ে দেবার ১০১ টা অজুহাত।
আমি কিনেছি সকল রাস্তার বিলবোর্ড,নগরের সকল পার্ক
তোমার আড়চোখে চাওয়া অশান্ত দুপুর
তোমার সেই চাহুনীর চাকু যা আমার হৃদয়কে ফেড়ে ফেলে।
তোমার দাবীতে মিছিলে চিৎকার,
রাস্তার মোরে মোরে তোমার আমার নামের ডিসপ্লে,
ট্রাফিক আমার হয়ে তোমাকে বহন করা সকল গাড়ি থামায়।
আমি তোমার শূন্যতায় হৃদয়কে ক্ষুধার্থ বানাই,
মনকে মরুভূমি আর জীবনকে বিস্তীর্ণ চর,
তুমিহীনা ভালোবাসাকে আমি ঢেকে রাখি সাদা কাফনে।
তুমি আসবে এ কথা দিয়ে দুধের শিশুর কান্না থামাই,
অপেক্ষায় লেখা থাকে এক কোটি বছরের সভ্যতার ইতিহাস,
প্রতিটি আবাস, সবুজমাঠ, জেলা ও উপজেলায়
আমি তোমার হৃদয়ে স্থান চেয়ে মানববন্ধন করি
তোমার বিধি-নিষেধ, তোমার উপেক্ষা
আমাকে কখনো স্পর্শ করে না
জীবনানন্দের কলম থেকে আসছে উড়ে
অভিবাদনের অক্ষরেরা কুচকাওয়াজরত সৈন্যদল।
সবাইকে সাথে নিয়ে আমি কমান্ড দিয়ে
বুকটান দিয়ে বলি ভালোবাসি হে অনন্যা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০১৭ রাত ১:১৫

সত্য আত্মা বলেছেন: ভালোবাসার জন্যে এতো কিছু

১২ ই জুলাই, ২০১৭ ভোর ৬:৩৩

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: সবকিছু করা যায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.