![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কি অসম্ভব এক গায়ে জ্বালা ধরানো
বৃষ্টি নেমেছে এবেলায়,
ভিজে যাচ্ছে আমার জানালা দিয়ে তাকিয়ে থাকা
ধান ক্ষেত,আম গাছ,আর শিমের মাচান,
বৃষ্টির ফোটার ভারিতে নুয়ে পড়ছে বাশ,
জেনো মিশে যাচ্ছে মাটির সাথে,
আমি সম্বলহীন অসহায় এর মত কাঁপছি,
তুমি নামক জ্বরে
কি বিশ্রী এক আকুলতা রুমমেটরা রোজ দেখতে পায়
আমার চোখে মুখে,শরীর জুড়ে,
আমি শুধু অপেক্ষায় আছি শেষ বেলার,
যে বেলায় তুমি ফিরতে চাইবে আমাতে,
মনে রেখো
তোমাকে পাওয়া যদি আমার তপস্যা হয়
তবে আমার সমস্ত শরীর ক্লান্তিহীন ভাবে
আয়াত পরবে তোমার নামে।
মনে আছে?
সে কথা টা, সন্ধ্যা রাতে
তোমাকে যা বলেছিলেম
মনে আছে?
বৃষ্টি ভেজা রাতে তাকিয়েছিলেম
তোমার দিকে ডাগর চোঁখে
মনে আছে?
রাত দুপুরে আদেশ দিয়ে বলেছিলে
ট্রেনেই কিন্তু যাবে।
আমাদের কিন্তু নীলগিরিতে যেতেই হবে।
আমার হৃদয় খুলে দেখো_
পৃথিবীর সমস্ত আয়তন নিয়ে তুমি বেঁচে আছো !!
আমার কবিতা খুলে দেখো_
প্রতিটি অক্ষরের অন্তর্বাসে তুমি বেঁচে আছো !!
-বালিকা
১২ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৫
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: কৃতজ্ঞতা
২| ১২ ই জুলাই, ২০১৭ সকাল ১১:০৭
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
১২ ই জুলাই, ২০১৭ রাত ১১:৩৬
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১২ ই জুলাই, ২০১৭ রাত ২:৪৯
বজ্রকুমার বলেছেন: অন্যরকম একটা অনুভূতির স্বাদ পেলাম কেমন যেন একটা শিহরণ জাগালো আমার শরীরে আপনার এ কবিতা।