নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

তিনটি কবিতা

১৩ ই জুলাই, ২০১৭ রাত ১:২৫


=
প্রিয়তমা
ঝাঁঝালো শব্দে ফেটে পড়ছে চারিদিক।
মিছিল আর গোলাবারুদে পুড়ছে পৃথিবী।
তামাম পৃথিবীর মানুষ বৃষ্টির খোঁজে
চষে বেড়াচ্ছে এপাশ থেকে ওপাশ।
কিন্ত ওরা জানে না একমাত্র তোমার কন্ঠেই বৃষ্টি ঝরে
একমাত্র তোমার হাসিতেই খরতাপে দগ্ধ মাটিতে আসে বানের জোয়ার।
প্রিয়তমা, তুমি তো শুধু একার তুমি নও।
তুমি আমার পুরো পৃথিবী।


=
তোমার নজর ছুঁয়ে যায় আমার
একমুঠো ভালবাসায়
হৃদয়ে আজ মেঘ জমেছে
চোখের কোনে বিষাদ নামে!

সোডিয়ামের একটু আলোর
তোমার মুখই দেখি শুধু
অন্তর আজ জাহাঙ্গীর গেট
তুমিছাড়া সকলের প্রবেশ নিষেধ।

ক্যান্টনমেন্ট এর চেকপোস্টের মত
প্রতিদিন আমি চেক করে দেখি হৃদয়ে
ওখানে শুধুই তোমার আগমনী সুর বাজে,
হৃদয়ের এপাশওপাশ জুড়ে
নিত্যকার তোমার চলে হাজার কাজের মাঝে।

বহুদিন তোমার কোন প্রশ্ন শোনা হয়নি
কিছু সময় হাটা হয়নি একসাথে,
আজকাল নিজেকেই বড্ড খারাপ লাগে
তোমায় ছাড়া একা এই ভবে।

সেই কত কোটি দিন এমন করে ভাবি
আরো কত দিন যায় চলে
তোমায় ভেবে একাকার সব
শুধু তুমি আসবে বলে।

চলতি পথে কোন এক বিকেল বেলায়
তোমায় একপলক দেখে,
আমি চিধু হলফ করে বলতে পারি
বলে দিব ভালবাসি বুজবে কি নারী?

কোন একদিন তোমায় কাছে টেনে
কিছু চুমু দিব এঁকে, তোমার ঠোঁটে
একজীবন চলে যাবে সকল চুমু সঞ্চয়ে
কে বেশি কে কম ভালবেসেছি,এই জয়-পরাজয়ে।


=
আমার প্রিয় গোলাপ ফুল
আমার লোহিত রক্ত ধারা
তুমি জানবে না কখনো
আমি কেন আত্মহারা!
আমার মেঘবতীচুল মেয়ে
তোমার কুন্তলে করি স্নান
তুমি বুঝবে না কখনো
আমার অস্থিরতার টান।
আমার প্রিয় সর্বনাশ
আমার অরন্যতে বাস
তোমার দীঘল কেশের গোলকধাঁধায়
আমি বন্দি ক্রীতদাস।
তুমি হৃদয়ের রেললাইন
তুমি চিন্তা শঙ্খচিল
আমার হৃদয় জুড়ে তুমি
তুমি ছন্দ, অন্তমিল।
তোমার কাজল চোখের মায়ায়
আমি গভীরতার ডুবি
এই প্রেমহীন জীবনে
তুমি ডোবাও আমায় নদী
তুমি মধুর কৃষ্ণ ছায়া
আমার হৃদয়ে বন্দিনী
লোকে ডাকুক অন্য নামে
তুমি আমার নন্দিনী।


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুলাই, ২০১৭ রাত ২:৩৭

তপোবণ বলেছেন: 'তোমাকে অভিবাদন প্রিয়তমা, প্রিয়তমা' এটি আমার খুব প্রিয় একটি গান। এই গানটির মতোই প্রিয় হয়ে রইলো আপনার এই কবিতাখানি। প্রিয়তে রইলেন কবি।

১৩ ই জুলাই, ২০১৭ রাত ২:৫৯

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ আপনাকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.