![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা তুমি না থাকা মানে,শুধু একটা তুমি না থাকা নয়
একটা তুমি না থাকা মানে যন্ত্রনায় কাটে কত বিনিদ্র রজনী
একটা তুমি না থাকা মানে,শুধু একটা তুমি না থাকা নয়
একটা তুমি না থাকা মানে,একটা আমারও বেঁচে থাকা সংশয়
একটা তুমি না থাকা মানে,শুধু একটা তুমি না থাকা নয়
শুধু একটা তুমি না থাকা মানে,আমিও থাকিনা আমার আমি জুুড়ে
একটা তুমি না থাকা মানে,শুধু একটা তুমি না থাকা নয়
একটা তুমি না থাকা মানে,এই সুন্দর এই বেঁচে থাকা বড় তুচ্ছ মনে হয়
একটা তুমি না থাকা মানে,শুধু একটা তুমি না থাকা নয়
একটা তুমি না থাকা মানে,একটা দীর্ঘশ্বাসে চলে আমার যাপিত জীবন
একটা তুমি না থাকা মানে,শুধু একটা তুমি না থাকা নয়
একটা তুমি না থাকা মানে,অজান্তেই তুমি ডাকছো ভেবে মাঝ রাতে আমি চমকে উঠি
একটা তুমি না থাকা মানে,শুধু একটা তুমি না থাকা নয়
একটা তুমি না থাকা মানে,জীবন যাপন কি দুঃসহ
একটা তুমি না থাকা মানে,শুধু একটা তুমি না থাকা নয়
একটা তুমি না থাকা মানে,থেমে যায় বুকের রক্ত প্রবাহ।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৭
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: আজকাল কবিতায় কেউ পটে নাকি?
২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৫৬
বিজন রয় বলেছেন: আপনি কেমন আছেন?
কোথায় হারিয়ে যান মাঝে মাঝে?
নিয়মিত থাকুন ব্লগে।
কবিতার রোমান্টিকতায় ভিজে গেলাম।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ৯:৪৯
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: জ্বী ভালো আছি,ব্যাস্ততায় থাকা হয়না সবসময়।আপনি আমাকে খুজেছেন এরর জন্যে কৃতজ্ঞ
©somewhere in net ltd.
১|
০৩ রা সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:২১
চাঁদগাজী বলেছেন:
পটানোর পদ্য, ইয়োইয়ো ধরণের?