![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি থেকো,
মুঠোভরে আসমানের সব তারা এনে তোমার ঠোঁটের ওপর
আর চাঁদের আলোর ফুয়ারায় সমস্ত ঘর ভরে দেয়ার জন্যে হলেও তুমি থেকো।
আমি চোখের কোনে আঁকি তুমি নামক বলিরেখা
তোমার লাল বেনারশী শাড়িকে বানাই আমার বিছানার চাদর
আর তোমার বুকের ওড়নাকে প্রার্থনার জায়নামাজ।
তবু তুমি থেকো,
চুম্বনে চুম্বনে ভিজিয়ে দেবো তোমার চোখে থাকা সকল অভিমান
তোমার আমার এই দুধসাদা সম্পর্ক অলৌকিক সুই-সূঁতোয় সেলাই করে নেবো
তোমাকে ছুঁলে এই হাত আর কাউকে ছুঁবে না কোনো কালে
অতীতের সব গ্লানি ধুয়ে তৈরি করবো গোলাপের এক বাগান।
তুমি থেকো,
ঝুম বৃষ্টিতে ভিজে জ্বর বাধানোর জন্যে
খুব ঝালে মুড়ি মাখা খেয়ে নাক লাল করার জন্যে হলেও
খুব করে চাই কেবল আমি তোমাকে ছুঁতে পারি
আঙ্গুলের ফাঁক দিয়ে তোমার শ্বাসের ঘ্রাণ নিতে পারি।
একটা তুমি থাকো,
তুমি থাকলে শেষ হয়ে যাবে বিষাদের দিন
দূর হয়ে যাবে সকল ক্লান্তি ও অবসাদ
যে বাতাস পাহাড়কে টলাতে পারেনি কখনও
আমরা সেই পাহাড়কে নাড়াবো প্রেম দিয়ে।
আমার প্রার্থনায় তুমি থাকো
আমার অসহায় আত্মকান্নার হৃদ পোড়ার দিব্যি,
তুমি থাকলে পৃথিবীর বুকে কোন ক্ষোভ থাকবে না আর
মেঘের গম্বুজ ভেঙ্গে সৃষ্টি করবো প্রেমের এক তাজমহল
শর্ত একটাই শর্তহীন ভাবে চাই তোমাকে।
২| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৭
ak ahad বলেছেন: আপনি যা লিখেন তাই ভাল লাগে আমার___
।
প্রেমপত্র লাগব boss
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৮
নবীন বাহক বলেছেন: ভালো লাগলো।
©somewhere in net ltd.
১|
১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭
তোহাদ বলেছেন: ভাল লিখেছেন