![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাকে বলতে বলা হয়েছিল তোমার নামে
আমি আর নতুুন করে কি বলব?
যখন নিজেকে খুঁজতে গিয়ে আমি পেয়েছি
একটি নাম তোমারই
প্রিয় ভালবাসা।
তোমার নাম শুনলেই আমার এমন হয় কেন?
যখন একটা তুমি বেজে ওঠো আমার সঙ্গীতে
কতোটা ভালবাসলে
নিজেকে চোখবুঝে অর্পণ করা যায়,
কতোটা ভালবাসলে
শুধু মাত্র তোমার নামে মরে যাওয়া যায়,
কতোটা ভালবাসলে
তোমার জন্যে অনন্ত অপেক্ষা করা যায়।
এই আমার বুকের ভেতর একটা তুমি
নিত্য বেজে চলেছ অবিরাম
যেমন বাজে পেট্রলবোমা,বাজি ও গ্রেনেড।
তোমার নামে আর কি বলব?
তোমার নিশ্চই অজানা নেই আর প্রিয়তমেষু,
তোমাকে ভালবাসতে গিয়ে
কতোটা ভালবেসেছি শূন্যতাকে!
হৃদয়কে অনলপ্রবাহে করেছি রঞ্জিত
বুকের গভীরে একটা তুমির নিত্য চলাচল
তোমার শাড়ির ভাঁজে ভাঁজে জড়িয়েছি আমাকে।
হৃদয় আজ রক্তাক্ত তৃনভূমি,কতটা আজ আর্ত হাহাকার
আমার শুধু তোমাকেই খুব বেশি প্রয়োজন।
সান্ত্বনা বাক্য নয়, নয় কোন ফালতু প্রলাপ
শুধু চাই আজ থেকে আগামীতে,
একাল থেকে সেকালে,
অথবা,মিথ্যে থেকে সত্যতে,
সত্যি বলছি আমি,
আমৃত্যু পর্যন্ত,তোমাকেই খুব বেশি প্রয়োজন!
বিমর্ষ বিলাপ; তোমাকে বলি নি
খালি জীবন দিয়ে উপলব্ধি
তোমার কোলে আজীবন বসন্ত আছে
আর কোথাও দেখি না এর চেয়ে মায়াবী কানন।
আমি তোমার নামে আর কি বলব?
যেখানে একটা তুমি মানেই প্রাণময় মহৎ কবিতা
এই মহাকাব্যের খোঁজে
আমি যে কত আলোকবর্ষ অপেক্ষা করেছি
আর নতুন কি বলব?
শুধু এটাই বলি যতবার বল ভালবাসি না,
ততবার কর পাপ।
যখন আমি নিজ বুকের রক্তে
লিখেছি তোমারই নাম
হে প্রিয়তমা।
২| ০৩ রা অক্টোবর, ২০১৭ সকাল ৭:৫৬
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার
©somewhere in net ltd.
১|
০৩ রা অক্টোবর, ২০১৭ রাত ১২:০৫
কানিজ রিনা বলেছেন: প্রিয়তমা কখন বলবে হে প্রিয়তম
সে যে বড় পবিত্র প্রেম প্রিয় বলবে
প্রিয়তম মম।