![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কখনো কবি হতে চাইনি
শব্দজালে কল্পলোকের রংয়ে
এঁকেছি ভাবনার আকাশ;
ইচ্ছামতো ঘুঁড়ি উড়িয়েছি
লাগামহীন নাটায়ে
কখনো প্রনয়ের মিষ্টি বাতাস
কখনো বিরহের ঝড় ঝঞ্জা
বুকে নিয়ে ঘুঁড়ি আমার উড়েছে সীমাহীন দিগন্তে
আমি শুধু এসব কিছু বন্দি করেছি শব্দজালে
আমাকে শব্দের নব কারিগর বলতে পারো
মেনে নিবো বিনাবাক্যব্যয়ে।
আমি কখনো একলা হতে চাইনি
তোমার স্বপ্নলোকে বিরাজ করতে চেয়েছি
কতশত পহেলা বৈশাখ কিমবা বিশেষ দিন
লাল জামদানী পরিহীতা যেন নক্ষত্ররাজির অপরুপ রুপ
তাই শুধু দেখতে চেয়েছি ইন্দ্রিয় আঁখিদ্বয়ে।
আমি শুধু তোমায় নিয়ে রাজ্য গড়তে চেয়েছি কল্পমায়াজালে
আমাকে স্বপ্নবিলাসী বলতে পারো
মেনে নিবো বিনাবাক্যব্যয়ে।
আমি শুধু তোমাকে চেয়েছি
অনন্যা মহিয়সী নারী,আধুনিক কোন নারীবাদী নয়
যার স্বপ্ন শৈশব থেকেই আমার ইন্দ্রিয় আঁখিদ্বয়ে
যার একজোড়া নুপুরের শব্দে আমার ভর দুপুরের
ক্লান্তি জানালা ছেড়ে পালাবে শিধেল চোরের মত
সুহাসিনী - মায়াবতী-কেশবতী যে নামেই ডাকি
যার স্বপ্ন দেখি শৈশব থেকেই
আমি শুধু এই জন্মে তোমাকে চেয়েছি
মায়ায়,আস্থায়,স্পর্শে,বিশ্বাসে প্রতিক্ষায়
আজীবনভর আমার প্রেয়সী।
আমাকে পাগল বলতে পারো
মেনে নিবো বিনাবাক্যব্যয়ে।
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩২
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ভালবাসা নিয়েন
২| ২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩০
ভ্রমরের ডানা বলেছেন:
কবিতায় কিছুটা পাগলামি আছে বটে তবে তা পাগলীর মন ছুঁয়ে যাবেই! ভাল লিখেছেন কবি!
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৩
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: আপনার ইচ্ছে পূরন হোক
৩| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:১৮
রাজীব নুর বলেছেন: কবি হওয়ার দরকার নেই।
এই দেশে চাটুকার হলে লাভ আছে।
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৪
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: আপনার সাথে সহমত
৪| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৩৬
সম্রাট ইজ বেস্ট বলেছেন: কবিতা ভাল লাগল।
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৪
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ
৫| ২৫ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:৫৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: অসাধারণ! চালিয়ে যান। আপনি অবশ্যই পারবেন।
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৪
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: দোয়া করবেন
©somewhere in net ltd.
১|
২৫ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:১৫
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ভালো কবিতা।