![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার চোখের ভাষা পড়ার মৌলিক অধিকার যদি ক্ষুণ্ণ করা হয়,
সুধীমহলে তীব্র নিন্দা জ্ঞাপন করবো।
"চোখের ভাষা বুঝতে চাই" শ্লোগানে
হবো প্রেস ক্লাব অভিমুখী।
প্রতিপক্ষের চোখ রাঙানিকে প্রত্যাখ্যান করে
হবো দাবি আদায়ে এক রাজপথের সৈনিক।
তোমার পায়ে চলার পথে চলতে যদি না পাই অধিকার,
যদি বাঁকা চোখে খর্ব করা হয় আমার প্রতিটি পদযাত্রা,
তবে রাজপথে নামবো যৌথ হাঁটার দাবী নিয়ে।
শহরে কারফিউ জারি হবে।
প্লাটুন প্লাটুন সেনা মোতায়েন করা হবে পরিস্থিতি নিয়ন্ত্রণে।
তবুও এ আন্দোলন ঈদের পর হবে না।
যদি ভালবাসা না দিয়ে রক্তাক্ত করো টিয়ারসেলে,
দাবি আদায়ে ছুটে যাবো সুদূর জনপথ থেকে বঙ্গভবন।
সমস্ত একতরফা প্রেমিকদের নিয়ে বসব আমরণ অনশনে।
"তোমার আগুনে কয়লা হতে আসিনি, হৃদয়ের দাবি নিয়ে এসেছি।"
এই শিরোনামে অব্যাহত থাকবে আমাদের মৌন মিছিল।
তোমার ভালবাসার সংসদে আমি খাঁটি আপোষহীন বিরোধীদল,
তোমার অনুপস্থিতিতে বসবো না প্রধানমন্ত্রীর চেয়ারে,
তোমাকে পাই বা না পাই,
আমাকে পাবে তুমি তোমাকে চাওয়ার প্রথম মিছিলে।
১৩ ই নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: কৃতজ্ঞতা
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৪০
মেহেদী হাসান তামিম বলেছেন: ভালো লিখেছেন