![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কক্ষপথে ঘূর্ণায়মান নিঃসঙ্গজোড় ইলেকট্রনের ন্যায়
তোমার চোখগুলো রাতের তারার মতোই দীপ্তিময়,
তোমার বাতাসে ওড়া চুল ঢেউ দোলানোর মত,
প্রবেশাধিকারহীন তোমর শরীরের কিছু সংরক্ষিত অঞ্চল।
অষ্টাদশী শরীরে স্পষ্ট হয়ে উঠা প্রতিটি চৌম্বক রেখায়
কেবল তোমার মুখটাকেই চাঁদের সাথে তুলনা দেয়া যায়
তোমার জন্য মিস হওয়া প্রতিটি স্পন্দনে অক্সিজেনের
পরিবর্তে প্রাণভরে নিয়েছি তোমার শরীরের ঘ্রাণ।
আনাড়ির প্রথমবার চা পানের মত কতবার যে আমি
পুড়িয়েছি বুক তোমার ঐ চাহুনীর উত্তাপে!
অসংখ্যবার নিয়ম লঙ্ঘন করে অতিক্রম করে গিয়েছি
তোমার মুখের ঐ চাঁদের কলঙ্ক স্পর্শ করব বলে।
ধানের শীষ যেমন ফসল হলে ঝড়ে যায়
ঘুমিয়ে পড়া ক্লান্ত রাত্রির গালে চুমু খেয়ে
তোমার নিষ্পাপ ঝরনায় প্রাতঃস্নান সেরে পাপমুক্ত হয়ে
তোমার অন্তরের বিছানায় আমিও ঘুমাতে চাই শতবর্ষ।
তোমাকে তাই কোনো কিছুর সাথে তুলনা দিব না
ইচ্ছে হলেই একবার আমার হৃদস্পন্দন সাবস্ক্রাইব করে রেখো
দেখবে একটি একটি করে তোমার শাড়ির ভাঁজে জমিয়ে রাখা সুখ
শিহরণে জেগে উঠেছে আমার হৃদস্পন্দন দেখে ঐ মুুখ।
কতবার যে তোমাতে আবিষ্কার করেছি আমার মৃত্যু উপত্যকা
জীবন মৃত্যূর টানটান উত্তেজনা আমি তোমার চোখেই দেখেছি
না তারার সাথে তুলনা হয় না বা আমি খুঁজিনি কখনও
ভালবাসাবাসির এই আকুতিতে তোমার কি একটু অস্থিরতা আমার কাম্য নয়?
তবে কি মানিক বন্দ্যোপাধ্যায়ই সঠিক?
তবে কি তোমার জন্যই লেখা হয়েছিল সেই বিখ্যাত লাইন-
"তোমার কি পুরোটাই দেহ? তোমার মন নাই কুসুম?"
২| ২৯ শে অক্টোবর, ২০১৭ সকাল ৯:০৮
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভালো...........
ভালো থাকুন নিরন্তর। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫৩
কবি হাফেজ আহমেদ বলেছেন: লেখাটি দারুণ ভালো লেগেছে। পড়ে আমি একদম তৃপ্ত। শুভকামনা সতত।