![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি এসেছিলে বৃষ্টি ভেজা সন্ধ্যায়
ইচ্ছা ছিল ছুঁয়ে দেখব
হাতটা ধরে অনেক কিছু বলব
ব্যর্থ আমি শুধু চোখে চোখ রেখে
তোমায় দেখেছি
আজকাল বড় বেমানান আমি এই শহরে
এখানে কোন সুখ নেই,
নির্মল ভালোবাসা নেই,
ফিরে পাওয়ার আস্থা নেই,
হাতের মুঠোয় হাত রাখার সময় নেই
তুমি এসেছিলে নীরবে
মনের অজান্তে মিশে যাওয়া
বিষাদের জাল বুনি
তবুও আমি তোমায় খুঁজি,
তোমাকেই খুঁজি তোমাকেই পূজি
দিবানিশী আমার এই চোরা বুক,
থাকি একটু আশা আর ভরসায়
যদি বা পায় তব শাশ্বতী চন্দ্র মুখ
হাতের মুঠোয় তোমার হাতের ছোঁয়া খুজি
দীর্ঘশ্বাসে রুদ্ধ হওয়া পুরনো সুর খুঁজি,
অতঃপর এই শহরে একজন তুমিকে খুঁজি!
আর একটিবার আমি-তুমি মিলে আমরা হওয়ার প্রত্যাশায়,
একজন তুমিকে খুঁজি।।
২| ০১ লা নভেম্বর, ২০১৭ সকাল ৯:৫০
মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার
৩| ০১ লা নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫১
ইফতেখারুল মবিন বলেছেন: ভালো লাগলো!
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৭ রাত ১:৫২
নীল মনি বলেছেন: সুন্দর
হারিয়ে গেল মন এ শহরে।