নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

তুমিই আমাকে ডাকছো

০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ৯:১৩

সেই পুরনো দিনের প্রতিশ্রুতি যদি আবেগতাড়িত করে
সে আলোর দ্রোহে,নিষ্পাপ আকুতির কলিজার মতো
প্রনয়ের নৈবদ্যে মুগ্ধতায়,
ভুল ফুল বুননে-জোনাক মালা স্বপ্নের আকুতি,
দুপুর না হতেই,সন্ধ্যার আঁধারে ঝরে যাওয়া গোধূলি বিকেল
তার আঁতুড়ঘরে পুড়ে মরা বেঁচে থাকা
কান্নার রঙে ধুয়ে যাওয়া প্রেম,
ধুলো জমা রাজপথে ভুল করা শপথ!
আত্মার ফুঁৎকারে হিংসার মরিচগুড়ো,
প্রতিশোধের টিয়ার,বারুদের গন্ধ,অথবা
দ্রোহের চিৎকারে যদি গর্জে উঠে প্রান্তর,শ্লোগানে প্লাবনে
ভেবে নিবো-তুমিই আমাকে ডাকছো।
সে আলোর দ্রোহে,নিষ্পাপ আকুতির কলিজার মতো
প্রনয়ের নৈবদ্যে মুগ্ধতায়,
অবেলার গোধূলি-আর তার ফিরে যাওয়া জোছনায়
আমার একটা কথা ছিল,
তোমাকে বলি বলি করেও,
যা বলা হয়ে উঠলোনা আর।
ছলে বলে কৌশলে,
যতগুলো চিঠি পৌছে দিয়েছিলাম,
তোমার মহল্লার শেষ গলিতে!
আদুরে লালন মাজার,শান্ত গড়াই আর আহ্লাদে এনএস রোড
যদি ছায়া হয়ে ফিরে আসে এ আঁধার আঙিনায় ;
ভেবে নিবো,তুমিই আমাকে ডাকছো।
একেকটা চিঠি হাঁত বদল হতে হতে,
কতজন সেটার মানে দাড় করিয়েছে,
চিঠিটা আসলে তোমার জন্যই!
দূর থেকে আমি তোমায় দেখে যাই,
যেমন করে আশা যাওয়ার পথে,
মোড়ে মোড়ে ঝুলিয়ে রাখা পোস্টার,
আছে নানান রং এর বিলবোর্ড!
দেখে সুখ পায় জনগন
কসম কুঠিবাড়ি,সদ্য নতুন বিধবা স্টেশন কিমবা,
আজন্ম সমান্তরাল বয়ে চলা,ওহে রেললাইন!
প্রতিটা জিনিসই প্রেমের আবর্তে ঘুরে,
যেমন আমি তোমার জন্য,
যদি আলো হাতে তুমি এসে যাও শোকের মিছিল নয়,
দ্রোহের প্রলয় মশালে মিছিলের সীমানায়
ভেবে নিবো,তুমিই আমাকে ডাকছো।
আমি তোমার জন্য,আর তুমি আমার জন্যে
কিছুটা ব্যাথা অনুভূত হবে যেদিন
শহর জুড়ে সমস্ত বিলবোর্ড ভরে থাকবে
তোমায় আমার না বলা কথাটা!
প্রিয় অসুখ শিরোনাম করে রাখলেও,
কেবল তুমি বাদে বাকিরা নিছক বিজ্ঞাপন
মনে করে এড়িয়ে যেতে সাহস করবে যেদিন
প্রতিটা অক্ষরে অক্ষরে খুঁজে পাবে তোমায়
না বলা আমার প্রনয়ের সুর।
তোমায় ভালোবাসার পর থেকে আজ অবধি
আমাকে বুঝাতে না পারার মানবে তুমি হার!
ভেবে নিবো-তুমিই আমাকে ডাকছো।
তার আগে আমি হার মানছিনা
কেবল আজ নয় এক শতাব্দী
এই শহরটা জানে, এই কনক্রিটের বুকে আমি আঁঁকি
তোমার মানচিত্র এমন মায়া মেখে।
তোমার ছোট্ট বুকের ভেতর এমন করে যেদিন কাঁপবে হৃদয়
ভেবে নিবো-তুমিই আমাকে ডাকছো।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:২৫

এপিস বলেছেন: সুন্দর।

০৯ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৫০

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.