![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি আমায় ফিরিয়ে দাও
শহরময় হবে লাশের মিছিল
শবের মিছিল নিয়ে সেহেরায়ার্দী পেড়িয়ে,
সন্ত্রাস-বিরোধী চিহ্নিত ভাষ্কর্য মোড় থেকে
শবের পোশাক পরে যোগদিবে আরো একটি
গ্রাম, নদী, রাজপথ, বহুতল ভবন, বইয়ের বাজার
একেক করে লাশ আসতে থাকবে সেই মিছিলে ।
যদি আমায় ফিরিয়ে দাও,
এটা নিয়ে তুলকালাম হবে একদিন।
রাজপথ হতে রাজসভা-
প্রেস হতে ফুটপাত অব্দি নিন্দার ঝড় বয়ে যাবে।
পত্রিকার ফ্রন্ট পেজে তুমি,
সংবাদে তুমি;
সংসদে তুমি;
টকশো এর আলোচ্য বিষয় তুমি।
সেমিনার হবে, সমাবেশ হবে;
ভাঙচুর হবে;
হাতাহাতি কিংবা লাঠিচার্জ হবে।
তারপর লাশেরা বাড়বে, মিছিল বাড়বে
যে মিছিলে শ্লোগান নেই রক্তগরম ভাষণ নেই
বিদ্রোহ নেই বিপ্লব নেই আআছে শুধু নিশ্চুপ প্রতিবাদ ।
যদি আমায় ফেরাও,
একেকটি লাশ আরেকটি লাশ বহন করে আনবে
শবেরা মিছিল নিয়ে হাটবে এক জন্মান্তর!
তোমার কুশপুত্তলিকা দাহ করবে একদল আবেগী তরুণ-তরুণী।
নাশকতায় রূপ নেবে সমস্ত প্রতিবাদ।
তোমার শাস্তির দাবীতে ছেয়ে যাবে প্রেসক্লাব।
তোপের মুখে পিছিয়ে যাবে প্রশাসন,
ককটেল বিষ্ফোরন, মিছিল মিটিংয়ের ফায়দা লুটবে লুকিয়ে থাকা দেশদ্রোহীরা।
সংবাদ মাধ্যমের হাজারো প্রশ্ন হতে তোমার নিষ্কৃতি নেই;
সামাজিক যোগাযোগ সাইটে কোটি মানুষের নিন্দা হতে তোমার অব্যাহতি নেই।
তোমার ব্যাঙ্গচিত্রের ব্যানার হবে,
বিশ্রী কার্টুন এঁকে ছাপা হবে ফান পোর্টালে।
রসিয়ে রসিয়ে বস্তাপচা নিউজ করবে কিছু সুবিধাবাদী সাংবাদিক।
অপবাদ দেবে;
নিকৃষ্টতম অভিযোগ ছুড়ে নরক করে দেবে জীবন।
ফেরাবেই যদি ভাবো;
দেখো আক্রোশে ছেয়ে যাবে সারাদেশ।
ঠিকই তোমার জেল হবে,
কোটি টাকা জরিমানা হবে।
কঠোরতম সাজার রায় দেবে ট্রাইব্যুনাল।
০৯ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:৩০
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ সুহৃদ
©somewhere in net ltd.
১|
০৭ ই নভেম্বর, ২০১৭ রাত ১০:২৫
কবি হাফেজ আহমেদ বলেছেন: যদি আমায় ফিরিয়ে দাও
খুব ভালো লেগেছে। শুভকামনা সতত!