নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

আমি জ্বলে যাই পুড়ে যাই কিন্তু মরি না।

১৮ ই ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩২

তোমার স্টেশনে পৌঁছুবো বলে
মুঠোময় ভালবাসার স্বপ্ন নিয়ে
আমি আচ্ছন্ন বেহালার মতো
ট্রেনের কামরায় উঠে বসেছি আমি

আমাদের চারদিকে সোনালি চিলের মতো
অমলকান্তি দিনের উড়াল
বাতাসে ছড়ানো নির্মল আগুনের ফুলকি
আমার বুকপকেটে এক আঁকাশ মেঘের মতো
মাটির চুলায় পোড়া কাঠ কয়লার মতো
লাল তাজা কৃষ্ণচূড়ার মতো
রক্তের বুদবুদে প্রেম মাখামাখি হয়ে আছে।

দিন আসে দিন চলে যায়

তোমার স্টেশনে পৌঁছুবো বলে আমি আজও
বুকের গভীরে অদম্য চাওয়া ও ইস্পাত কঠিন
আর দৃঢ় প্রত্যয় নিয়ে তোমারই
প্রতীক্ষায় প্রাচীন বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকি

আমি জ্বলে যাই পুড়ে যাই কিন্তু মরি না।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৩৭

কানিজ রিনা বলেছেন: বেশ সুন্দর কবিতা। ধন্যবাদ।

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৩৩

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: আপনাকেও ধন্যবাদ

২| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ৮:৫৩

আহমেদ জী এস বলেছেন: সানবীর খাঁন অরন্য রাইডার ,




জ্বলে গিয়ে , পুড়ে গিয়ে কবিতার ট্রেনের রাইডার হলেন । হৃদয়ের কথারা ট্রেনের মতোই ঝিকঝিক শব্দ তুলে গহীন অরন্যে চিরে চিরে গেছে ।

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৩৪

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: হাহাহা বেশ বলেছেন

৩| ১৮ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৮

রাজীব নুর বলেছেন: মরতে হবে না। বেঁচে থাকুন।

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৩৫

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: দোয়া করুন

৪| ১৯ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৭:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: এ অপেক্ষা শেষ হবার নয়!

২২ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৩৫

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: শেষ হোক এ অপেক্ষা এ কামনায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.