![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ জনমে শুধুু তোমাকেই চাই
নয়ত কালকেই আমি রাজপথের ভিখিরি হব
এই তোমাকে বনলতা সেন ভাবতে ভাবতে
আমার চোখ হয়ে উঠছে জীবনানন্দ দাশ,
একরাশ কবিতার মতো দীঘলকালো এলোকেশে
আমি খুঁজে ফিরি অমাবস্যার অন্ধকার ।
এ জনমে শুধুু তোমাকেই চাই
বিশ্বাস করো একবার চোখের দিকে
মায়ময়তায় তাকাও তুমি,
নয়ত আমি কালকেই ঘরছাড়া হব
নজরুলের মত বিদ্রোহী হব কিংবা
যাযাবরের মত পাড়ি দিব সাতশো তীর্থ।
শুধু তুমি আসলেই
বদলে যাবে ব্রহ্মপুত্র নদের উল্টে যাওয়া
গতিপথের মতো আরো একবার ।
বেঁচে আছি এক নৈসর্গিক বিকেল শেষে
ছায়াপথ ধরে অনন্ত মুহূর্তকাল অস্থিরতা ।
আর তুমি না এলেই
উল্কাপিণ্ড পতনের মতো নির্বাসনে যাব একদিন
চারদিকে রক্তিম আভা ছড়িয়ে বিষণ্ণবদনে
সন্ন্যাসী হতে যাব গহীন পাহাড়ের পাদদেশে
অথবা শ্মশানের পাশে ব্যবসা শুরু করব।
তুমি ফিরে না এলে
আমি খুব শীঘ্র বিজারিত হব
সোডিয়ামের মত একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে
নিয়নের পাশে নিষ্ক্রিয় অবস্থান নেব
বুলেট কিংবা ব্যালট হাতে দাঁড়িয়ে
আকাশসম চিৎকারে কেউ জানবে না কোনদিন,
তুমিহীনতায় আমার কত কষ্ট লাগে ।
তোমাকে নিছক ভয় দেখানোর জন্য বলছি না
অথবা এটা কোন আল্টিমেটামও নয়
সহিংস কোন আন্দোলনেও যাব না বলে রাখছি
যাপিত জীবনে কিছু মানুষ অধিকার পুষে রাখে
আমি পুষে রাখি কিছু প্রেম বুকের মধ্য ভাগে।
শুধু বলছি, তুমি এ জীবনে একবার এসো
নয়ত একবার হারাই যদি তবে
না উত্তরবঙ্গে না দক্ষিণবঙ্গে, না পুর্বে না পশ্চিমে,
হৃদয়ের হিমবাহ ধরে উদ্দেশ্যহীন হাঁটতে গিয়ে
হারিয়ে যাব পাবেনা আমায় আর তোমার দরোজায়।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৫
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ
২| ২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:৪২
ওমেরা বলেছেন: এত পাগলামী না করে অপেক্ষা করেন সে আসবে ।
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ১:৫৫
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: অপেক্ষার প্রহর বড় কষ্টের
©somewhere in net ltd.
১|
২৯ শে ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১৫
নূর-ই-হাফসা বলেছেন: কবিতা সুন্দর হয়েছে ।এই তোমাকে জন্য ভিখারি আর ঘর ছাড়া হওয়া অর্থহীন ।