![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার বুকের প্রতি ইঞ্চি আমি আরেকবার ছিন্ন করে দেখলে,
হয়তো বুঝতে পারতাম প্রেম কোথায় থাকে?
হয়তো খুঁজে পেতাম, সুখের আসল ঠিকানা
তোমার বগলের নিচে জমে থাকা গন্ধে নাক ডুবাতে
পারলে হয়তো বুঝা যেতো প্রেমের সারাংশ কি!
তোমার জন্যে বুকের ভিতর শুন্য যদি লাগে মধ্য ভাগে
শিরশিরিয়ে শরীর কাঁপে, তৃষ্ণা জাগে
অথবা নখের ডগায় প্রেম মাখিয়ে,চক্ষু পোড়ে তবে
তোমার সুগন্ধে কতোটা পাগল করে,তা তুমিই জানো
অতিসত্বর আমি তোমাকে ছোঁব,সুখকে অধরোষ্ঠ রেখে।
তোমার গভীর সাগরে আমি আরেকবার গা ডুবালে,
বুঝতে পারব তোমার জ্বলন্ত আগুন কেরোসিনে দিয়ে নিভবে না
তোমার আঙ্গুল আলতোভাবে ছুঁয়ে দিও কপালে
বাজবে তা হারমোনিয়ামের মতো সারা রাত
আমি ঘাপটি মেরে জড়োসড়ো থাকব
তোমার বুকের পাশে
মনোযোগ দিয়ে শুনব বুকের স্পন্দন
তোমার গায়ের উষ্ণতা কেড়ে নিয়ে
এতটুকু বুঝে নিব তোমাকে নেভাতে কেবল আমি লাগবে।
আমি শুধু একবার অসুস্থ হতে চাই
কাটাতে চাই মাথায় যন্ত্রণা নিয়ে দীর্ঘ রাতযুগল
কপালে থাকুক একশত তিন ডিগ্রী জ্বর
আর আমার শিয়রে থাকবে তুমি
কতো কঠিন কঠিন শব্দগুলো তোমাকে সহজে ছুঁয়ে যাচ্ছে
তা শুধু তুমিই অনুভব করবে,আর কেউ নয়।
আবার যখনই তোমার আঙ্গুল ক্লান্ত হয়ে যাবে
কপাল লেপটে ওঠানামাতে
আমার কাপাল ছুঁয়ে আবারো প্রেমিকা হয়ে
তুমি পৌছে যাবে আমার পৌরুষত্বে
তোমায় চট করে দেখিয়ে দিব আমার
একজন্ম তুমিহীনতার হাহাকার
তোমার আঙ্গুলের ছোঁয়ায় হৃদয়ে আসবে গতি
তুমি শুধু আমাকে যেভাবে নিছক মায়াবী ভাবে না বলেছিলে,
ঠিক সেভাবে আরেকটিবার মিথ্যে বলো।
১১ ই মে, ২০১৮ দুপুর ১:৩৭
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ভালবাসা নিয়েন
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:১৯
কানিজ রিনা বলেছেন: আবেগ ও বেগ, বেশ বেশ বিবেক থাকলে
আবেগ ভাল। বেশ ভাল লাগল ধন্যবাদ।
১১ ই মে, ২০১৮ দুপুর ১:৩৮
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: দুটোই থাকতে হবে
৩| ৩১ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:১৫
রাজীব নুর বলেছেন: হঠাৎ করে আব্রাহাম লিংকনের একটা কথা মনে পড়ল-“মানুষ যতটা সুখী হতে চায়, সে ততটাই হতে পারে । সুখের কোনো পরিসীমা নেই। ইচ্ছে করলেই সুখকে আমরা আকাশ অভিসারী করে তুলতে পারি” ।
১১ ই মে, ২০১৮ দুপুর ১:৩৯
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ঠিক তবে তার জন্যেও একজনকে পাশে লাগে
©somewhere in net ltd.
১|
৩১ শে ডিসেম্বর, ২০১৭ রাত ২:০৩
মাইনুল ইসলাম আলিফ বলেছেন: তোমায়.............হাহাকার।লাইন দুটি দারুণ।
শেষ মূহুর্তের বিজয়ের শুভেচ্ছা আর নতুন বছরের অগ্রিম শুভেচ্ছাসহ ভাল লাগা রইল।