![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার মাঝে আমি কত খুঁজেছি তোমায়।
একটি অনাথ শিশুর মাঝে অথবা শ্রান্ত নগরীতে
কথা ছিল আসছে ফাগুনে তোমার হাতে হাত রেখে
টিএসসির ওদিকটায় দাঁড়িয়ে মেলা দেখব
একটি ভাললাগার সূর্যাস্ত কিংবা ভালবাসার সূর্যোদয়।
দুপুরে নির্জনতার মাঝে হঠাৎ করে চুমু খেয়ে নেবো
চমকে উঠবে তুমি,নাম না জানা পাখির কূজনে।
কোলাহল শহরে তোমার পাশে বসে
আবৃত্তি করব আমার লেখা কোন ভুল কবিতা।
আমার বেসুরো গলায় গাইব
তোমার কোন প্রিয় গান।
তোমার হাত ধরে চলা হবে আলোকিত শহরে
বলব তোমায় চলো আজ দুজন জ্যোৎস্নায় স্নান করি।
শীতের তীব্রতায় একই চাদরে দুজন
ভাগাভাগি করে নেবো দেহের উষ্ণতা।
ঠোঁটে ঠোঁট রেখে বলা দেব গ্রহণ করো আমায়
তোমার তো জানা ছিল,শুধু তোমারি জন্য
আমার এ সুখের অসুখ।
এমনকি এটাও তো জানতে
শুধু কপালে আঙুল ছোঁয়াবে বলে, নিয়ম করে রোজ মাথা ব্যথার ভান করি
আর নিয়ম করে নিশ্চুপ থাকি কারন তুমি ভেঙ্গে দাও এ নিশ্চুপতার তালা।
শুধু এটাই তো বলতে পারি,আমার শীতের রাতে ঠকঠক করে কাঁপুনি দেয়া সঙ্গী হয়ে যাও
একই কম্বলের নিচে শীত নিবারণ করব আমরা দুজন।
অভাবের সংসারে না হয় একটু টানাটানি হবে
তবে তুমি তো জানই কতটা চাই,খুব বেশি বলার কি প্রয়োজন?
১১ ই মে, ২০১৮ দুপুর ১:৩৯
সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: একটু
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১১
রাজীব নুর বলেছেন: বড্ড অগোছালো।