![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চোখের কি দোষ বল সে দেখতে চায় তোমাকে
দৃষ্টির কি দোষ বল ভাল লাগে তোমাকে
প্রভুর কি দোষ বল বানিয়েছে তোমাকে
মনের কি দোষ বল মন চায় তোমাকে
হৃদয়ের কি দোষ বল সুন্দর লাগে তোমাকে
আমার কি দোষ বল ভালবাসি তোমাকে
অথচও ওরা বলে তোমার নামে অামি নাকি কোন কবিতা লেখি নি?
যদিও তোমায় দেখে যে মৃত্যু হয়েছিল আমার,তা নিয়ে একটা গল্প লিখেছিলাম,
অথচ ওরা বলে কবি কেবল ঘাসপাতা নিয়ে লিখবে বা যৌবন নিয়ে আমি কেবল লিখেছি আমার দ্বিতীয় মৃত্যুর কথা।
ওরা বলে কবি হতে গেলে হতে হবে মাতাল সিগরেটের ছাই উড়িয়ে লিখতে হবে নিয়ে রগরগে যৌবন
অথচও আমার হৃদয়ে চলে তুমিহীনতার শোকসভা,
চোখে অবাধ্য জলের উচ্চতা বেড়েই চলেছে।
এক উন্মাদ ছুটে চলে এ ইটকাঠের শহরে
হৃদয়ে তোমার কবর বহন করে।
ছুটে চলে ধ্যান করে তোমার নামে
গলা ভেঙ্গে যায় তোমাকে ডাকতে
তোমায় তোমার নামে নয় আমি তোমাকে দ্বিতীয় মৃত্যু নামে ডাকি,
আমার একজনমের সবচেয়ে কাঙ্খিত মৃত্যুর নামে
শত শত ছুটে চলা একাকী পাখির নামে
একজন কবির নাকি সব কিছুর উর্দ্ধে থাকতে হয়
অথচও আমার জীবনে তুমিহীনতায় অর্থবহ হয়ে উঠে না কখনও।
তোমার প্রতি আমার একনিষ্ঠ ভালবাসায় ওরা ঈর্ষা করে,
তবুও আমি একলব্য হয়ে বারংবার ফিরে আসি কোন সন্ধ্যায়
তোমায় ডাকি চিৎকার করে ডাকি বা নিশ্চুপতায় ডাকি।
তুমি অামার একান্তই ব্যাক্তিগত,আমার সুখ দুঃখ জ্বরা বেদনা বা চিকিৎসা সবকিছু
মানুষ যতটা আরোগ্য লাভে খুশি হয় তার চেয়েও বেশি কিছু
ওরা বলে তুমি নাকি সৃজিত কর দ্বিতীয় আমাকে
অথচ অামি কেবল তোমার মাঝে আমার নিশ্চিত মৃত্যু দেখেছিলাম।
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩১
দিশেহারা রাজপুত্র বলেছেন: আপনি কি লিরিক লেখেন? এর প্রথম দু'লাইন নিয়ে গান আছে একটা। বি ক্যাটাগরির গান। তাছাড়া বাংলার কবিতা ব্লগে খুঁজে দেখলাম প্রথম স্ট্যাঞ্জার হুবুহু কবিতা। ব্যাপারটা কী বলেন তো?
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:১১
রাজীব নুর বলেছেন: সুন্দর।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:০৫
তারেক_মাহমুদ বলেছেন: একই সাথে দুটি পোষ্ট দিয়েছেন