নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

লড়াই

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪৯

তোমাকে বলবো বলে আকাশ দেখি
বৃষ্টি জলে ভিজবো বলে একটি বিকাল
তোমাকে বলবো বলে একটি কথা,তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে
উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী হয়ে বসে আছি।

তোমার বলবো বলে একটি সকাল
তোমাকে হয়না দেখা অথচও আমি অপেক্ষায়
শুধু একদিন নাম ধরে ডেকো আমায়,
তুমি ডাকলেই বুকের ভেতর ঘাসের মাঠ

অথচও এখানে কখনও মাঠ ছিল না ,
এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান ছিল না ,
তোমার অপেক্ষাতে মিষ্টি বিকেল সেদিন ছিল না
অথচও তুমি ডাকলেই পরিপূর্ণ মেঘ রিমঝিম বৃষ্টি নামায়
চৈত্রের সমস্ত কোলাহল ছুঁড়ে দিয়ে শান্ত হয় চৈতালি বাতাস
বিষন্ন দুপুর হেসে ওঠে দারুন উচ্ছলতায়।

জানো ইদানিং তোমার প্রয়োজনবোধ করছি,
তীব্রভাবে; যৌবনের প্রচন্ড আকাঙ্খার মতন
আমি একা,ঠিক পাশবালিশের মতই
নিস্পাপ; ভারে চিড়েচ্যাপ্টা তোমার মতোই ।
একাকিত্ব আমায় প্রতিনিয়ত ধর্ষণ করে আর
তোমার বানী নিঃসৃত হয়,'ভুলে যাও'
শুনেছি ঈশ্বরের কাছে চাইলে সবই মেলে
আমি কিন্তু শুধুু চেয়েছিলাম তোমাকে।

আমি চাই তিনি যেন আমি নামক অনুভূতিগুলি তোমার মাঝে তীব্রভাবে সজাগ করেন,
অনুভব করান অতঃপর অনুভূতি লালিত করেন তোমার মাঝে কেউ যেন জানেনা, দেখেনা ।

অথচও আজ আমাদের পথ এমন যে
আমার বিরুদ্ধে তুমি,
তোমার বিরুদ্ধে আমি,
আর আমাদের বিরুদ্ধে সময়।
আনমনে দোলনায় দোল খেতে খেতে তুমি
একদিন জানতে পারবে আমাদের কথা,তাই
লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ সকালের গল্প
সেই ৩০০ ফিট রাস্তার ইতিহাস।

তুমিতো জানো না একদিন আমার কবিতা পড়ে
আমার জন্যে তুমি ব্যাকুল হবেই
আমার প্রতীক্ষায়" কখন আসব আমি'
অথচও এই দেখো তুমি একবার নাম ধরে ডাকলেই
আমার ভেতরের সীমাহীন উল্লাস ফেটে পড়ে ভাষা- উপভাষায়।

শুধু একবার চেয়েই দেখো না
কপালে কাফন বেঁধে বিপ্লবী যেমন ছুটে যায় নিশ্চিত মৃত্যুর দিকে
মুক্তিযোদ্ধারা গিয়েছিল দেশ মাকে রক্ষায়
লাঙল জোয়াল কাঁধে ঝাঁক বেঁধে নগ্ন পায়ে কৃষক যেমন কাদাজলমাটির দিকে
হাতের মুঠোয় মৃত্যু ,চোখে তোমার দাবী নিয়ে তেমনি
আমি পারি দেব সাতশত বঙ্গাব্দ।

আর যদি নাই পার তবে ক্ষতি নেই
ইবাদতে ঈশ্বরের কাছে ভিক্ষা চাও
ভিক্ষা চাওয়া বড্ড স্বভাব তোমার
যদি চাইতেই হয় তবে আমি চাইব
তোমাকে পাবার পথগুলো সবরুদ্ধ করে তিনি মনের শক্তি যেন দেন আমায়,আমি জীবন বাজি রেখে তোমাকে অধিকার করার শেষ চেষ্টা করে যাব
ভিক্ষা আমার স্বভাবে নেই।


মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১০:০৩

রাজীব নুর বলেছেন: বাস্তব অভিজ্ঞতা থেকেই এই কবিতার জন্ম তা বেশ বুঝা যাচ্ছে।

১১ ই মে, ২০১৮ দুপুর ১:১৫

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: বাস্তবতা না থাকলে কবিতা কিভাবে হবে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.