নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নকথন

২৬ শে মে, ২০১৮ রাত ৯:৪৫


একটা মেয়ে এমন হোক হাওয়ার মতো ভাসবে,
যেখানে খুশি ছুটবে,জোর করে তারে বন্দি বানাব,হৃদ কারাগারে ভালবাসার শিকলে!
শুধু মাত্র আমি তার একমাত্র দুর্বলতা এবং ভালোবাসার স্থান,আর সবাইকে এড়াবে।

একটা মেয়ে এমন হোক,
পুরো পৃথিবী ছেড়ে আমাতেই সে শান্ত, ধরবে ছাতা খুব রোদে সেও,আমি হলে খুব ক্লান্ত!
আমার সকল হাঁসিতে তার সমান ভাগ,সামান্য কিছুতেই তোলপাড় ভেঙে সব,সামলাতে হিমশিম তার খুচরো-রাগ ।

একটা মেয়ে এমন হোক,
একটু করুক দস্যিপনা,হোক না তার মুখ খারাপ,
একটু এদিক-ওদিক হলে, খুব গালি-অভিশাপ ।
সব কিছুর অধিকার একমাত্র তার!
তার জন্যে সকল হার মানা হার।
কিন্তু দিনের শেষে আমার মাথাতেই হাত রাখবে,
তার গায়ের ঘাম আমার শরীরে বইবে ।

একটা মেয়ে এমন হোক,
একটু পাগলী, একটু খ্যাঁপা, অল্পতেই রাগ,
কিন্তু হাত ছাড়বে না যা হয়ে যাক!
মেয়ে রাত জেগে ঘুম বা স্বাস্থ্য কোন কিছুর কথা না ভেবে আমার সাথে কথা বলবে,সাথে চলবে,
অনেক বেশী পছন্দ করবে আমার সবসময়,আমাকে তা বলবে।
সারল্য আর পাগলামিতে আমাকেও পাগল করবে, কিন্তু একটু আদর পেলেই ভিজে বেড়াল হয়ে গলবে।

একটা মেয়ে এমন হোক,
অনেক বেশী আবেগপ্রবণ যতটা না আমি ভাবি!
মেয়েটি যদি কখনো বলে "আমাকে একটু একা থাকতে দাও", তবু চুমু খাব তার দুটো আঁখি।
পাগলী হলেও এসব ব্যাপারে খুব সিরিয়াস!
ভুল ভাল বাজার করলে চিল্লায়ে বাড়ি মাথায় তুলবে, আমাকে ভালবেসে যে সবকিছু ভুলবে।

একটা মেয়ে এমন হোক,
মেয়েটা সব সময়ই চাইবে আমি শুধু তার সাথেই সারাক্ষণ কথা বলি,
নিজের সব ভুল নিজে দেখবে না,একটু একগুয়ে হবে কিন্তু আমার কাছেই সে নিজের সব ভুল মাথা নুইয়ে স্বীকার করে নিয়ে বলবে স্যরি!
ব্যস! দিনের শেষে একটু চুমু তার কপালে,
চকচকে চোখে ফিরিয়ে দেবে সে আমার গালে ।

একটা মেয়ে এমন হোক,
গল্পপ্রেমী, আলো-আঁধারী রাতে,
সবচেয়ে বেশী আবেগপ্রবন হবে,আমাকে ভালোবাসে হারাতে চাইবে না! দিনের বেশির অংশ আমায় নিয়ে ব্যস্ত থাকবে। রবীন্দ্র শরৎ মুখস্ত তার কবিতা পড়বে, আমার কাঁধে সে মাথা রেখে এক রহস্য বুনবে!

একটা মেয়ে এমন হোক,
দাবি-দাওয়া কম, আমাকে বেশ বুঝবে,
কল্পনার চরিত্রটাকে বাস্তবে রূপ দিয়ে-
ওই মায়া ভরা কন্ঠের মায়াবতী হয়ে যাবে।
ভালবাসবো ওকে প্রচন্ড,প্রচন্ড মানে প্রচন্ডই!
বড় অভিমানীও হবে, অভিমানটা বোধহয় মায়াটা বাড়িয়ে দিবে;
সবসময় আমার ছায়া হয়ে, পাশে সে থাকবে।
আমি ভালোবাসার কাঙ্গাল সবসময় শুধুই বলবে।
পাগল পাগল কথা, নেশা ধরে যাবে ওর কন্ঠে!
এমন মেয়েকে ধরে রাখব শত জাল বুনে ষড়যন্ত্রের।

একটা মেয়ে এমন হোক

তাকে ভালোবেসে তার সবকিছু মায়াময় হয়ে যাবে!
মাঝরাতে বলবে আমার ফুলের মালা লাগবে,
কিনে দিলে হবে না, গাছ খুঁজতে হবে। গাছে উঠতে হবে,ফুল পাড়তে হবে তারপর নিজের হাতে মালা বানাতে হবে। সেই মালাই নিবে নাহলে নিবে নাহ!
সাথে চাইবে কাঁচের লাল-নীল রেশমি চুড়ি, টিপ আর ইয়া বড় এক চিঠি, অনেক অনেক বড়! এভাবেই বলবে, না হলে সবকিছু ঘরজুড়ে ভাঙ্গচূড় চলবে!
আমার বুকের মধ্যেটা তখন যেন কেমন করে উঠবে!
এমন মেয়ে হলে যে কেউ ভালবাসায় ডুববে।

এমন একটা মেয়ে হোক

একই বাতাসে নিশ্বাস নিব, ওটাই ভালোবাসি, ওটাই শান্তি,
একটা আকাশের নিচে, একই চাঁদ-তারা দেখি।
ভালবাসা যদি কম হয়ে যায় তবে
মামলা ঠুকে দিবে,ভালোবাসার আদালতে!
দেরী করে বাড়ি ফিরলে মেয়েটা আমার জন্য, টেবিলে খাবার সাজিয়ে বসতে বসতে অধির হয়ে পড়বে রোজ!
মেয়েটা এমন হোক,আমাকে ঠিক গুছিয়ে নিবে,
অথচ আমি তার মাথাটা এলোমেলো করে দিব রোজ।

মেয়েটা এমন হোক
কখনো তার সমস্যার কথা বলবে।সে চাইবে তার আবোলতাবোল কথা আমি শুনি।কোন উপদেশ বা অন্য কিছুর জন্য নয়! এমন একটা মেয়ের জন্যে প্রহর গুনি। একটা মেয়ে চাই তার ভালোবাসা সবার থেকে আলাদা হোক!
বোকা মেয়ে একটুতেই অভিমানে কাঁদবে,
আমাকে পেয়ে বসবে তার অনিরাময়যোগ্য রোগ!

এমন একটা মেয়ে হোক

বলবে চলো কৃষ্ণপক্ষের অন্ধকার রাত থেকে বের হয়ে মায়াময় স্বপ্ন, সুন্দরের পথে চলি,
আকাশ-মাটির মাঝের শুন্যতা, শুদ্ধজলে মিলিয়ে দিই! এসো নির্মলতার স্পর্শ নিয়ে, ভালোবেসে ভালো থাকি।
মাঝরাতে শক্তি চট্টোপাধ্যায়েরর মত আমিও বলবো
"অবনী বাড়ি আছো?
আধেকলীন হৃদয়ে দূরগামী
ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি।"
তোমার অপেক্ষায় আছি বলতো কবে আসবে শুনি? শুধু এমন একটা মেয়ে হোক, খারাপ দিনেও আঁকড়ে ধরে বাঁচার কথা বলবে,
এরকম একটা মেয়ে পেলে কেউ কোনদিন ছাড়বে?

সানবীরের দ্বিতীয় অধ্যায়(সানবীর খাঁন অরণ্য)
১২.৫.১৮
তালতলা,ঢাকা

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৮ রাত ৯:৫০

কাইকর বলেছেন: ভাল লাগলো পরে।ধন্যবাদ আপনাকে

১৩ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:০৯

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ

২| ২৬ শে মে, ২০১৮ রাত ৯:৫৩

হবা পাগলা বলেছেন: সুন্দর পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ব্লগে আমি নতুন। আমার ব্লগটা একটু ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।

১৩ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১০

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ভালবাসা অপার

৩| ২৬ শে মে, ২০১৮ রাত ১১:১৫

ব্লগার_প্রান্ত বলেছেন: আপনাকে একজন সুপুরুষ প্রেমিক মনে হচ্ছে।

১৩ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১১

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: সুপুরুষ কিনা জানিনা তবে প্রেমিক পুরুষ বলতে পারেন

৪| ২৭ শে মে, ২০১৮ সকাল ১০:৩৪

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

১৩ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১১

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: ধন্যবাদ

৫| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:১১

Noman Islam Nirob বলেছেন: অসম্ভব সুন্দর

১৩ ই জুন, ২০১৮ সন্ধ্যা ৭:১২

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: কৃতজ্ঞতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.