![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আমি বসে আছি।
হাতে তোমার নামের শত কবিতার সমাহার! শিরোনামে তোমার চাহুনীর মাধুর্য্য,তোমাকে সহস্রবার পড়েছি তবুও বারংবার পড়তে ইচ্ছে করে! ব্যর্থ রাত অবলিলায় স্বর্গ হবে,মৌনতারা মুখ লুকোবো,তুমি তখন বরং দ্রৌপদি হবে;
জটিল অঙ্কের হিসেব কষে সব সূত্র মিলিয়ে দিবে!
টেবিলে বসে আমি এক একটা খসরা লিখব,
আমার পাশে তুমি বসবে,চোখে চোখে কথা হবে!
কবিতার খাতায় আমি আপাতত কিছু লেখার
চেষ্টা করছি কিন্তু না,হচ্ছে না!
সাক্ষাৎ আগুন পাশেরেখে কি কেউ আর শান্ত থাকতে পারে?
আমার চোখে বেজায় বিস্ময় এক তুমি বসে আছো! ঈশ্বর সব ঢেলে দিয়েছে,আমি দেখছি, মোটেই বিরক্ত হচ্ছি না!
এত সুন্দর করে কিভাবে কেউ ঝাড়তে পারে!
অথচ একসময় বদমেজাজি কাউকে খুব ভয় পেতাম,তবে আজকাল সাদা নাকটা লাল হয়ে গেলে ভাললাগে।
কি অদ্ভূত পরিবর্তন এনে দেয় ভালবাসা!
জাদুকরি একটা ব্যাপার স্যাপার।তুমি একমাত্র কারন তোমায় নিয়ে লেখার!
আজকাল হৃদয় খুলে বসে থাকি! পেইস্ট্রি মত কেটে দিচ্ছি,তুমি দেখো! একটা কাগজ বাড়িয়ে দিয়েছি,আমি চাই তুমি কাগজে লিখে দাও আমার নাম! একটা অক্ষরের সাথে অন্য অক্ষর মেপে মেপে লিখবে,আমি একটার পর একটা মেপে দেখব।আমি তোমাকে সাবানের মত গায়ে মাখবো!
আজকাল পৃথিবীর কোলাহল অসহ্য লাগে!
তুমি শুধু ঠোঁটের কোনায় লেগে থাকো! থাকবে সবসময়, আমার আর কিছু কোথাও নেই!
ভেঙে যাক তুমি আমি ছাড়া আর সব সম্পর্ক,
পূব আকাশ থেকে প্রতিধ্বনিত হবে কিছু শব্দ-
তুমি আর আমিময়তার!
আমার দু-চোখে দাহ্য আলো আছে,আমার বিশ্বাস প্রেম থাকে সেখানে; মাঝে মাঝে যখন চুপচাপ বসে থাকি, হয়তো অভিমানে কিংবা ক্রোধে
ঈশ্বর মাথায় হাত বুলাতে বুলাতে বলেন,-
"ওহে তোমার দেবীর খবর কি?"
আমি বলি, -"ওকে হারালে একান্ত নিজের বলে থাকেনা কিচ্ছু আর!"
জীবন পেরিয়ে কিচ্ছু নেই,কোন নতুন রূপ নেই!
আমার খোয়া যাচ্ছে সঞ্চিত সব জামানত!
প্রিয়তমা তোমাকে চাওয়া আমার একটি ইবাদত।
জানো প্রিয়তমা প্রেমগুলো বোধহয় আজ আমার চাহুনির সাথে মিশে গেছে,দেখবে একদিন কোলাহল ছেড়ে আমি সকাল হলেই তোমার পথে হাঁটা দেব,ক্রমশ তোমার আমার আলো ছড়িয়ে পড়বে পৃথিবীজুড়ে! তুমি আমি মিলে আরেকবার
আমরা হয়ে রাঙ্গিয়ে দেব!
আমি যতবারই আঁখি মেলে তোমার নয়নে তাকিয়েছি, ঠিক ততোবারই-আমি বারংবার তোমাতে হারিয়েছি!
যখন সবাই ভাবে এই কলি যুগের আমিই চন্ডীদাস
আমি তখন তোমার নামে কিছু দুঃখ পুষেছি!
আমি বরং এটাই জেনেছি আমার প্রত্যাশার চেয়ে
তোমার অভাব বেশি, তুমি মিশে আছো আমার অটুট বন্ধনে।
আজ কবি শামসুর রাহমানের মত বলেই দিলাম তোমায়-
"আমাকে লুকিয়ে ফেলো চোখের পাতায় বুকের অতলে কিংবা একান্ত পাঁজরে,আমাকে নিমেষে শুষে নাও চুম্বনে চুম্বনে।"
সানবীরের দ্বিতীয় অধ্যায়
২১.৫.১৮
তালতলা, ঢাকা।
২| ১৫ ই জুন, ২০১৮ দুপুর ২:৪০
রাজীব নুর বলেছেন: মোটামোটি।
৩| ১৬ ই জুন, ২০১৮ রাত ১২:৫৪
সুইস বলেছেন: ঈদ মোবারক
বুকে আসেন।
©somewhere in net ltd.
১|
১৫ ই জুন, ২০১৮ সকাল ৯:১৮
কাইকর বলেছেন: ভাল লাগলো।