নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

তেষ্টা

১৮ ই জুন, ২০১৮ ভোর ৬:০৮



একটা জনম,বছর অনাহুত শৈশব কৈশর যৌবন জুড়ে আমি কেবল শুধু একটি তোমার তপস্যা করছি!
কতদিন ভোর হয়ে যাচ্ছে, ভোরের সাথে সাথে মরে যাচ্ছে সেইসব কথা, যা তোমাকে কতকাল বলা হয় না!

অপেক্ষায় অপেক্ষায় দিনপঞ্জিকায় যেনো শেষ হয়েছে এক মহাকাল,তবুও তুমি আসো না!
এত যন্ত্রণা হচ্ছে চোখে,এত তোলপাড় হৃদয় জুড়ে, কিভাবে বলবো, শুধু তুমিটা চলে এলেই!
এত দেরি কেনো করলে তুমি আসার?
এই যে আমি কত রাতে ঘুমিয়ে পড়ি,কই ঘুম থেকে উঠে কেনো পাশে তোমাকে দেখি না?

এই যে মেঘ মেঘ আকাশ, মেঘের অন্ধকার,
বৃষ্টি প্রায়দিনই আসে, আমাদেরকে খুঁজেনা
আমি কিভাবে বৃষ্টির সন্ধ্যাগুলো তুমিহীনা কাটিয়েছি!
এই হাহাকারের বিষয়গুলো তুমি কিভাবে ব্যাখ্যা করবে?
এই যে দিব্যি ঘুমোচ্ছি কিন্তু ঘুমোচ্ছিনা শুধু মাত্র একটা তুমি আসার উৎকন্ঠায়!
আমার কেন ভাত খেতে একা ভাল লাগেনা,
আমার কেন আমার ভাতের প্লেটের পাশে তোমার প্লেটটা দেখতে ইচ্ছে করে,
তাকি শুধু বললেই তুমি বুঝবে?
নাকি আমার নীরবতার মানে খুঁজবে?

প্রতিদিন প্রতিবার থেকে একটু একটু করে জমিয়ে রাখছি ভালোবাসা,তোমাকে দেবো বলে।
রাগ হচ্ছে খুব এবার তোমার উপর,তুমি আসতে খুব দেরি করছো!
তোমার হাত ধরতে পারছি না,তোমার পাশে হাঁটতে পারছি না, ভালবাসতে পারছি না!
শুধু তোমার ভালবাসার অপেক্ষায় আছি,তুমি মুক্ত প্রজাপতির মত উড়ে বেড়াও!
কি দরকার বলো তো এমন নিষ্ঠুর হবার?

কই পোষ্টম্যানের তো আসতে এত দেরি হয়না!
এমনকি ডিসের বিল ও পেপার বিল নিতে ওরা চলে আসে দ্রুত কই তুমি তো আসছো না?
আমার একটি তোমার খুব প্রয়োজন বলেই কি ভনিতা করছো?
তাতে তোমার কি!একটু তুমি যদি মনের কথা বুঝতে, তাহলে তুমি বুঝতে সেই তোমার কাছে কত দ্রুত তোমাকে পাবার ইচ্ছে আমার!
অধরা সুখগুলো লুটোপুটি খাক তোমার পায়ে।
শুধু তোমাকে পাওয়ার মোহে আমাকে বিভোর থাকতে দাও!
জ্বলতে দাও পুড়তে দাও জ্বলে জ্বলে,তোমার নামে শেষ হতে দাও! আমি চোখ বন্ধ করে আছি, এসে আমার ঘুম ভাঙাও! তুমি কি বুঝবে একটা তুমির আমার কত দরকার!

এই যে টিএসসিতে যারা ফুল বিক্রি করে,বাচ্চা মানুষ।
অথচ তারা বড় মানুষের দায়িত্ব পেটে নিয়ে ঘোরে, মাঝেমধ্যেই ফুল নিতে বলে।
ফুল বেঁচে তারা ভাত খায়, এই দাবী আমাকে ফুল কেনায়।
আমার ভালো লাগেনা ওদের এই দুঃখী দুঃখ!
তোমাতে ফুল সুন্দর লাগে,এই কথাটাও ওরা বলুক।
পৃথিবীটার আরো একটু সুন্দর চেহারা দেখি!
তুমি যে সেদিন আসবে,চোখে চোখ রাখবে,
হাতে হাত রেখে ভালোবাসবে এই অপেক্ষায় রাতক্ষয় ও দিনপাত,
এটা যদি তুমি বুঝতে,কবেই তুমি আমার ঘুমের ঘরের দরজায় হাসিমুখে হাজির হতে!

আজকাল রাজনৈতিক সমাবেশ কিংবা অপহরণের নাটক কেন্দ্রিক খবর গুলো নিয়ে ভাবতে ভালো লাগেনা।
আমারও কিছু সমাবেশ করা উচিত,তোমার দাবীতে অপহৃত হওয়া আমার কিছু হৃদস্পন্দন মারা যাচ্ছে,
এই ব্যাপারটাকে তুমি কিভাবে দ্যাখো?
তোমাকে সন্ধ্যা হলেই বাড়ি হতে বের হতে দেয় না,
এটা যে আমার জন্যে কতোটা দুঃখের,
সেটা আমাকে বোঝাও,আমি এইসব প্রচলিত দুঃখ বুঝিনা!
আজ কাল কত শত বছর,আর পারি না যেনো শতাব্দীকাল ধরে তোমার অপেক্ষায় আছি!
আমি যেন একটা তোমার হাহাকারে বাঁচি!

এইযে অনাহুত বৃষ্টিতে রিক্সার হুডগুলো শুধু হুড হয়েই আছে,
বিদ্রোহের অস্ত্র হতে পারেনাই তোমার ঠোঁটাভাবে!
রিক্সায় উঠলেই যে গন্ত্যবে পৌঁছে যাওয়ার তাড়া,
পাশে বসে তোমাকেই শুষে নিতে হবে।
সাধারণ সব রাস্তার একটু একটু আড়াল,
কতোটা অসাধারণ হতে পারে, এই দীক্ষাটা তোমার কোথায় লুকানো?
একটু দ্যাখাও! দেশের অবস্থা ভালোনা!
কেউ ভালোনেই! তুমি তাড়াতাড়ি চলে আসো!
তোমার অপেক্ষায় উপেক্ষা করছি শত ঘাতক ব্যাধিও!
আজ হুমায়ূন আহমেদের মত তোমাকে বলা-
"তুমি আমার জন্য এমন করে দুঁ ফোটা চোখের জল ফেলো,তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব।"

সানবীরের দ্বিতীয় অধ্যায়(সানবীর খাঁন অরণ্য)
২১.৫.১৮
তালতলা,ঢাকা

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৮ সকাল ৭:৩১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ঈদ মোবারক।

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০৫

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: শুভকামনা

২| ১৮ ই জুন, ২০১৮ সকাল ১১:২৪

রাজীব নুর বলেছেন: আর একটু গুছিয়ে লিখুন।

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০৬

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: মতামতের জন্যে কৃতজ্ঞতা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.