নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

বিরহ বিলাপ

০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ১২:০২



কঙ্কাবতী তোমার তুমি থাকতে
শুকিয়ে যাওয়া, মৃত গোলাপে আমার শত আলাপে
প্রাচীন কোন ডায়েরির ভাজে বা কোন খেরোখাতার মাঝে অথবা এ্যালবামে,
কোন ছবির পাশে পুরোনো বাড়ির কাজের খাতায়
আমি তোমার জন্যে বালক আমি অবুঝ
আমি চাই আমার হৃদ অঞ্চলে তোমার যাতায়ত বাড়ুক
আমি চাই পৃথিবীর কোন অচ্ছুঁৎ নীরবতা তোমাকে স্পর্শ না করুক।

কঙ্কাবতী তোমায় আমি রাখি হৃদয়ে আমার
আমায় তুমি করবে বোতাম তোমার রঙ্গীন জামার?
যেমন করে তোমায় রাখি বুকপকেটের ভেতর
আটপৌরে শেষ হয়ে যাওয়া রাফখাতায়
এমনকি লুকিয়ে রাখা কবিতার খাতায়
যেখানে তুমি নামের নিত্য নতুন শব্দ খেলা করে।

একদিন তুমি ঠিকই দেখবে আমি জানালাতে দাড়িয়ে আছি বৃষ্টি ভেজা
সাতসকালে করব বলে দেখা
এভাবেই ভাবতে ভাবতে দিন চলে যায়,
বছর গড়ায় বছরের মতন নিয়ে দুঃখ ব্যাথা
তুমি আমি শত শত কাজের ভিড়ে হারিয়ে যাই
ঐ যে তোমাকে বলেছিলাম আমি পাখি হয়ে উড়তে
চেয়েছিলাম তোমার আকাশে
হাতধরে হাটতে চেয়েছিলাম কাকডাকা ভোরে
মিষ্টি বাতাসে।

আমি জানি পৃথিবীটা সবচেয়ে সুন্দর নোংরা জায়গা
আমি তবু যত্নে রাখি তোমায় শুকনো গোলাপেরা
যেমন থাকে একদম একাকী, সঙ্গোপনে
অথবা রাখি তোমায় যত্ন করে বুক পকোটে চিঠির মতন
তোমার জন্য হৃদয়ে আমার বানানো দুর্গ।
প্রশস্ত উঁচু দেয়াল প্রধান ফটকে সমর সজ্জায় আমি।
তুমি ভেতরে বসে রাজরাণীর কর্মসাধনে ব্যস্ত থেকো?
তবু তুমি আমায় নিয়ে একটা আমাদের গল্প লিখো।

জানি তোমার পাওয়া বড্ড বেশি দুষ্কর
তবু ভাবতে ভালোবাসি, যদি হয়?
তোমায় যে রেখেছি, "কালবেলায়","তেঁতুল বনে জোসনাতে",কিংবা"শেষের কবিতায়"
বা কোন অখ্যাত উপন্যাসের জমিনে।
খুব করে চাই নোংরা পৃথিবী তোমার নাগাল না পাক তার আগেই কেয়ামত টা হয়ে যাক
তার ভেতরে আমার দুর্গ তোমার অহংকারে দাঁড়িয়ে থাক।

যদিও লেকে বলে এ শতাব্দীর সবচেয়ে বড় কুসংস্কারের
নাম ভালোবাসা সবই দেহতাত্ত্বিক লীলাখেলা।
এই যে এই তোমার নামে আমি পুড়ে যাই আমি মরে
যাই তার ব্যাখ্যা তুমি কিভাবে করবে?
এইযে ওরা বলা নারী মাত্র একটা মাংসপিন্ড
তবে আমি বলি এ কথার কিছুটা সত্যতা আছে
এই যেমন আমার চোখে তুমি শুধু আমার হৃদয়ের মাংসপিন্ড।
প্রতি মুহূর্তে ধুকপুক করতে করতে জানিয়ে দাও,
একটা তুমি আছো, তুমি আছো,তুমি আছো।

যতটা না ভালোবাসি তার চেয়ে আক্ষেপ করি বেশি
তুমি যদি আরেকটু দূরে থাকতে কম,
যদি আমার আরো শক্ত থাকতো প্রত্যয়,
যদিচ তোমার থাকতো খেয়ালীপনা কম।
তবে হয়তো একদিন,ঈগল হয়ে তোমার আঁকাশে
ডানা মেলে ঠিকই উড়তাম।
অথবা বাদামী চাদরে অথবা শীতের আদরে
সব ছেড়ে তোমাকেই রাখতাম।
তবু আমার বলা হয়ে আর উঠেনি যে গাঢ় রক্তলাল কোন গোলাপ কিংবা বিরহ প্রলাপে
বলতে পারেনি যে, উত্তরে গোপন,
মহান সে সত্য, ' ভালোবাসি তোমায়।'

তবু আমি মনে মনে ভাবতে ভালোবাসি।
হোকনা তার কোনটাই সত্য নয় হয়তো সবই মরীচিকা, অথবা অলস মস্তিষ্কের লীলাখেলা।
কারন তোমাকে বলা হয়ে উঠেনি কোন দিন।
লালন করেছি এই হৃদয়ে হয়তো এখনো সুপ্ত সে স্বপন
আছো তুমি লুকিয়ে, মনের গহীনে
অথবা আমার হৃদ বন্দরে।

তবুও দিন শেষে হই অন্ধ বায়স
তবুও ভাবতে ভালোবাসি হোক না ক্ষতি তাতে কি
তবুও দিন শেষে বিশ্বাস করি তুমি আসবেই।
বিশ্বাস করি যে হবে, হতেই হবে,যে কোন মূল্যে হবে,হতেই হবে, হওয়াবো, হওয়াতেই হবে
তোমাকেই শুধু আমার,বিকল্প পথ আমি রাখিনা
আজ মহাদেব সাহার মত আত্ম হাহাকারে বলি
"তোমাকে দেখেছি কবে, সেই কবে, কোন বৃহস্পতিবার
আর এক কোটি বছর হয় তোমাকে দেখি না।"

সানবীরের দ্বিতীয় অধ্যায়(সানবীর খাঁন অরণ্য)
আগারগাঁও,ঢাকা
২৬.৫.১৮

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০১৮ দুপুর ২:৫৭

মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: বিরহ বিলাপ ভাল হয়েছে :`>

১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০৩

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: কৃতজ্ঞতা ভাইজান

২| ০৩ রা জুলাই, ২০১৮ বিকাল ৪:৩৪

রাজীব নুর বলেছেন: আমি যখন আপনাদের কবিতা পড়ি- তখন আমার খুব হিংসা হয়।

৩| ১৫ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০৪

সানবীর খাঁন অরন্য রাইডার বলেছেন: কেনো রাজীব ভাই উত্তরটা জানাবেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.