নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আঁচলের ঘ্রাণে বিমোহিত হতে মনে প্রেম থাকা লাগে। চুলের গন্ধ নিতে দুহাত বাড়িয়ে দেয়া লাগে। হাহাকার থাকা লাগে। দুনিয়া ছারখার হওয়া লাগে। সবাই আত্মা স্পর্শ করতে পারে না।আমার সমস্ত হাহাকার ছারখারে তুমি মিশে আছো।

সানবীর খাঁন অরন্য রাইডার

এক জন নিভৃতচারী

সানবীর খাঁন অরন্য রাইডার › বিস্তারিত পোস্টঃ

ক্রনিক অসুখ

২৫ শে জুলাই, ২০১৮ ভোর ৬:১৪

ক্রনিক অসুখ

তোমার সাথে প্রথম দেখা হবার পর আর দ্বিতীয় কিছু দেখিনি।
খোলা চুলের মেয়েটিকে ছাড়া আমি আর কিছু দেখিনি, শুনিনি!
চোখ বুজলেই সম্মুখে ভেসে উঠে একটি মুখ,
চোখ খুললেই বুঝে যাই বাড়ছে আমার অসুখ!

তোমাকে দেখার পর মনে হয়েছে
কতকাল এমন কারো সাথে হয়নি দেখা!
আচ্ছা বলোতো, আগে কেনো হয়নি দেখা?
তবে কি তুমি আগে জন্মাওনি কিংবা
তোমাকে দেখার আগে আমার চোখ উঠেনি!?
অথচ তুমি আসলেই যেন চির বসন্ত!

এটা কেমন এক পরিস্থিতি!
হাজার মানুষের আনাগোনায় হঠাৎ যেন সবাইকে তোমার মত লাগে
এমনকি আজকাল একে ওকে তুমি ভেবে ভুল করে বসি,
কি হচ্ছে যাচ্ছেতাই! অথচও তুমি এখানে নেই!
তোমায় হৃদয়ে খুঁজে পাই না,এক চিলতে অবসরে।
এথায় সেথায় পাইনা, সকালে বিকেলে পাই না।
অথচও তুমি নেই মানে শান্তি নেই,স্থিরতা নেই!
যেখানে তুমি নেই সেখানে আসে আমার দীর্ঘশ্বাস,
আমার হাহাকার ছুঁয়ে যায় রাতের শেষ ট্রেন।
এতটুটু জেনেই চকিত হই তুমি আছো,
তোমার নামেই আকাশে ওড়াই শত ডানার প্রজাপতি।

তোমার মুখ থেকে ভালবাসি শোনার অপেক্ষায়
কেটে যায় প্রহরের পর প্রহর... সে কথা তোমাকে হয় না বলা কখনই!
তোমাকে দেখলেই গোছানো এই আমি
অগোছালো হয়ে যাই,আমার হৃদ চলেনা!
তোমাকে বলার সময় আর হয়ে ওঠে না!
আমি দাঁড়িয়ে ছিলাম তোমার অপেক্ষায় শতবর্ষ,
তুমি আসবে বলে খোলা চুল উড়িয়ে।

যে যা বলুক আমার নামে দিক না অপবাদ,
সোহাগের আদরে ভরিয়ে দেবো যে তোমায় আমি।
লোক লজ্জার শরম ভুলে বুকে জড়িয়ে ধরবো আমি।
জোৎস্নার আলোয় জলে চুম্বনের ন্যায় খেলা করে যেমন
তেমনি তোমাকে বুকে জড়িয়ে আমি চুম্বন দেবো অবিরত!
তোমার জানা হয়নি তুমিহীনা বসন্তের কত দেরি?
আর কত ক্লান্তি নিয়ে কেটে যাবে এত অনন্ত প্রহর?

আমার শাশ্বত তুমি আমার প্রেম।
তোমাকে ভালোবাসি,এ কথাটি সাজিয়ে গুছিয়ে তোমাকে বলা হয় না!
তবে তোমাকে ভালবাসি এর কেনো কারণ কিছু জানা নাই।
তোমাকে মনে হয়েছে আমার প্রেমিকার মতন!
যেনো তোমাকেই এতোদিন খুঁজেছি আমি,
জনমে জনমে তোমারই কাছে আসার তীব্র বাসনা পুষেছি মনে!

আমার হৃদয় বিস্মৃত খোলা মাঠ তোমার তরে,
তুমি লাল শাড়ির আঁচল পেতে বসো!

কবি তারাপদ রায়কে ধারন করেই আজ তোমায় বলি-
"অতএব যদি পারো,একবার শেষবার এসো।
হাত ধরাধরি করে এসো গান গাই,বসি ওই দীঘির সিঁড়িতে।
এসো স্বপ্ন, রাজহাঁস, বকুলের মালা এতদিন পরে,একবার শেষবার এসো।"

সানবীরের দ্বিতীয় অধ্যায়
আগারগাঁও, ঢাকা
৩০.৫.১৮

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৯

রাজীব নুর বলেছেন: যুগে যুগে কবিরাই নারীদের দেবী বানিয়েছে।

২| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২৮

ভ্রমরের ডানা বলেছেন:



প্রেম জীবনকে করে সুন্দর ও পবিত্র! বিশুদ্ধ আবেগময় কবিতায় ভাল লেগেছে বেশ!

৩| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪০

কানিজ রিনা বলেছেন: বেশ সুন্দর হয়েছে কবিতা ধন্যবাদ।

৪| ২৫ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৬

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.