| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
এই মহামারী গেলে
আমার অপেক্ষায় থাকবে,
এক ডাকা ভোরে, রোদেলা দুপুরে,
বা পড়ন্ত বিকেল যে কোন সময় 
তোমার কাছে ফিরবো,
এ মহামারী গেলে
সন্ধ্যা লগ্নে বা গভীর রাতে 
চাঁদের আলোয়,আঁধারীতে।
হ্যাঁ, আমি ফিরবো-ই,
মরে গিয়েও ফিরবো আত্মায় ভর করে!
এ মহামারী গেলে
যদি জানতেও পারি এ পৃথিবীটাতে কিচ্ছুটি নেই,
ভয়াবহ ছোঁয়াচে তান্ডবে, 
ভূমি কম্পনের আঘাতে, 
এ মৃত্যুর জলোচ্ছ্বাসে
সব শেষ.... সব লোক নিয়ে গেছে দূর লোকে !! 
তবুও আমি ফিরবো,
সেই বিধস্ত ভূমির ভয়ঙ্কর সমাধিতে
একটা ফুল হয়ে ফুটবো,
বিশ্বাস করো আমি ফিরবোই।
এ মহামারী গেলে
হাজার যন্ত্রণায় ক্ষত বিক্ষত 
ঐ ভাঙা হৃদয়টায় আমি জোড় লাগাবো, 
সব হাহাকার আর অপ্রাপ্তির প্রত্যাশাগুলো
সব,সব কিছু ভুলে যাব, 
আমি,এ আমি, ফিরবোই।
শুধু তুমি যদি বলো
আমারই অপেক্ষায় থাকবে,
তবেই---!! 
এ মহামারী গেলে
তোমার  জ্বালায় জ্বলবো,পুড়বো,
আমি আবার,আবার দাঁড়াবো,
আবার লুকিয়ে পড়ে মরে যাবো।
তবুও  দুই দন্ড মুহূর্ত সুখানুভূতির জন্য
তোমার বুকে ঠাঁই নিয়ে, 
বাঁচার জন্যেই ফিরবো....ফিরবো-ই।
প্রতিশ্রুতি দিচ্ছি প্রিয়--এটা আমি।
তোমার তো না বুঝার কথা নয়,
এ আমি শত কোটি বাঁধা বিঘ্নতায়
তো তোমারই বুকে ফিরবো,
যদি বলো তুমি আমারই 
অপেক্ষায় থাকবে-----মনে থাকবে?
২| 
২১ শে এপ্রিল, ২০২০  রাত ১১:৫০
আহমেদ রুহুল আমিন বলেছেন: কবিতায় অনবদ্য শব্দবুণন, বেশ ভাল লাগল ।
৩| 
২২ শে এপ্রিল, ২০২০  রাত ১:৫৭
রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।
©somewhere in net ltd.
১|
২১ শে এপ্রিল, ২০২০  রাত ১১:৩৭
নেওয়াজ আলি বলেছেন: মুগ্ধকর লিখনশৈলি ।