নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Shondhi Muhid

সন্ধি মুহিদ

ভেতরে বৈরাগ্য, বাইরে সংসারী মুখোশ!

সন্ধি মুহিদ › বিস্তারিত পোস্টঃ

I had a pet.

০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:২৬

আমার বয়স যখন পাঁচ বা ছয়, তখন আমি দুইটা মুরগির বাচ্চা পালতাম। পুরো জীবনে সেই আমার এক মাত্র pet!

তখন গাজীপুর থাকতাম, নানীর বাড়ি। বাড়িতে মুরগী পালা হতো, আমি এক দিন মা-মুরগীর সাথে কিউট বাচ্চা দেখে কাছে যেতেই মা মুরগী ফুলে এসে আমার কপালে ঠোঁকর দিলো। তারপর জ্বরে ভুগেছি! আর নানী কৌশলে মুরগীর বাচ্চা আলাদা করে আমাকে এনে দিয়েছিলো।

বাড়ির অদূরে ছিলো উঁইয়ের ঢিবি। আমি আর নানী গিয়ে লাল মাটি কুপিয়ে উঁই বের করে মুরগির বাচ্চাদের খাওয়াতাম। এক দিন ঢিবি খুঁড়তে গিয়ে সাপের ডিম পেয়েছিলাম অনেকগুলো।

দুইটা বাচ্চার একটা ছিলো পিচ্চি মোরগ, আরেকটা পিচ্চি মুরগি। মুরগিটাই আমার ন্যাওটা ছিলো বেশি। একটু বড় হবার পরেই সারাদিন আমার পিছু পিছু ঘুরতো।

আমি আমার জীবনে কারো ভালোবাসার মূল্য দিতে পারিনি। Pets খুব ভাল বন্ধু হয়, আর এরা নিঃস্বার্থভাবে ভালোবাসে। এর ভালোবাসার মূল্যও দিতে পারিনি। আমি একদিন বিরক্ত হয়ে ভাবলাম পিচ্চিটাকে ঘরে আটকে রাখবো। ঘরের দুটো দরজার একটা দিয়ে ঢুকে আরেকটা দিয়ে দ্রুত বের হয়ে ভেবেছিলাম দরজা আটকে দেবো। কিন্তু পিচ্চিটা ফুড়ুৎ করে আমার সাথে বের হতে গিয়ে দরজায় চাপা পড়ে পায়ে ব্যাথা পেলো। পা ভেঙেই গেলো পিচ্চিটার। :(

আমার খুব মন খারাপ হলো। পিচ্চিটাকে আদর যত্ন করলাম। সে ব্যাথায় কাতর হয়ে করুণভাবে 'চিউ চিউ' করছিলো। আমি মাতব্বরী করে তাকে পুরো একটা প্যারাসিটামল পানিতে গুলিয়ে ঠোঁটের ফাঁক দিয়ে ঢেলে দিলাম।

বাচ্চটা সেদিনই মারা গিয়েছিলো। পিচ্চি মোরগের কী হয়েছিলো , তা আর মনে নেই। এর পর আমি আর কোনোদিন কিছু পুষিনি।



#স্মৃতিচারণ

মন্তব্য ১২ টি রেটিং +১/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:৩৮

জীনের বাদশা বলেছেন: গৃহপালিত প্রানীর এমন করুন পরিনতি দেখে আবেগে বাকরুদ্ধ হয়ে গেলাম।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

সন্ধি মুহিদ বলেছেন: আপনার আবেগঘন কমেন্ট পড়ে হাসি পেলো!

২| ০২ রা জুলাই, ২০১৩ রাত ২:১২

মাক্স বলেছেন: জীনের বাদশা বলেছেন: গৃহপালিত প্রাণীর এমন করুণ পরিনতি দেখে আবেগে বাকরুদ্ধ হয়ে গেলাম। :P

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

সন্ধি মুহিদ বলেছেন: হাহাহা

৩| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:২৬

ভিটামিন সি বলেছেন: ভাবছিলাম আজকে আর লগইন ই করুম না। আপনার পোষ্ট পড়ে লগইন করতে হলো। আমার এক ভাগিনা এ বছর টুতে পড়ে। আমাদের আত্মীয়-পরিজন কারো বাড়িতে নতুন রঙ্গের কোন কবুতর, মুরগি, ছাগল দেখলে সেটা সে নিয়ে আসবেই, এটা ছোটবেলার অভ্যাস। যখন আরও ছোট ছিলো তখন তাকে খাওয়ানো যেতো না। কিন্তু তার পাশে ছাগলের বাচ্চা, মুরগির বাচ্চা রেখে দিলে সে হাত দিয়ে আদর করতো আর খেতো।
গতকাল সন্ধ্যায় আপার সাথে ফোনে কথা বলছি, এমন সময় শুনি সে হাঁসকে ডাকছে খোয়াড়ে উঠানোর জন্য। আপাকে বললাম ফোন তাকে দেয়ার জন্য। তারপর তার সাথে কথা হলো: তার বর্তমান কালেকশন (গতকাল পর্যন্ত) ৫ জোড়া কবুতর, এক জোড়া বাচ্চা, ৫ জোড়ার মধ্যে তিনজোড়া আবার ডিম নিয়ে বসেছে। গত বছর এক চোর তার ৪ জোড়া কবুতর চুরি করে নিয়ে যায়। তারপর ছাগল তিনটি। হাঁস ৪ টি (১ টি ডিম দেয়, তাই আমার রাখাল ভাগনে খুব খুশি), একটি বাছূরসহ মোট ৫টি গরু (একটি গাভী, ২টি ষাঁড়)। আমার দুলাভাই-আপা দুজনেই হাই স্কুলে শিক্ষকতা করেন। তারপরেও ছেলের জন্য এগুলি পুষতে হচ্ছে। একটাও বিক্রি করতে দেয় না। একবার এক অনুষ্ঠানে ২টা খাশি জবাই করা হয়েছিলো। সেই খাশির মাংস তো সে খায়ই নি বরং অনুষ্ঠানের দিন সারাদিন না খেয়ে ছিলো। তারজন্য পরে খাশি কিনে হয়েছে ৩টি। এই জন্য তাকে কেউ ই ঘাটাই না। সে যা চায় তাই হবে। আমার ইচ্ছা তাকে পশুর ডাক্তার বানাবো। যে যেটা চায় তাকে সেটাই করতে দেয়া উচিত যদি ইলিগ্যাল না হয়। দোয়া করবেন পিচ্চিটার জন্য।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

সন্ধি মুহিদ বলেছেন: বাহ। অবশ্যই দোয়া করবো ভাইয়া

৪| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৮:৩০

খেয়া ঘাট বলেছেন: খুব সুন্দর স্মৃতিচারণ।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

সন্ধি মুহিদ বলেছেন: ধইন্যবাদ

৫| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ১১:৫৩

জ্যোস্নার ফুল বলেছেন: হাহাহা
প্যারাসিট্যামল!!!

আপনি অনেক সুন্দর করে সহজ করে লিখেন। আপনার প্রোফাইলও পড়লাম।

আমারও একটা এই টাইপের স্বৃতি আছে। শেয়ার করতে মুঞ্চায়, কিন্তু সময় নেই।

ভালো থাকেন, স্বৃতিচারন করতে থাকেন।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

সন্ধি মুহিদ বলেছেন: শেয়ার করে ফেলেন। চেপে রাইখেন না

৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আপনার লেখা খুব সুন্দর।

আমারও একটা ছিল :(

৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: মাক্স বলেছেন: জীনের বাদশা বলেছেন: গৃহপালিত প্রাণীর এমন করুণ পরিনতি দেখে আবেগে বাকরুদ্ধ হয়ে গেলাম। :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.