নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সপ্ন

আহমাদ যায়নুদ্দিন সানী

কিছুই না

আহমাদ যায়নুদ্দিন সানী › বিস্তারিত পোস্টঃ

অ্যান্ড দেন ইট হ্যাপেন্ড (১ম পর্ব)

৩১ শে মে, ২০১৮ দুপুর ২:০৩


বাস জার্নিতে আমার কপাল বেশ ভাল। প্রায়ই পাশের সিটে সুন্দরী পাই। আমার এই সৌভাগ্য দেখে আপনি জেলাস ফিল করতে পারেন, তবে কথা সত্য। আমি আসলেই বেশ কপাল নিয়ে জন্মেছি। ইভেন ট্রেন জার্নিতেও এমনটা হয়েছে। দুবার তো গল্প গুজব বেশ রোমান্টিক চেহারা নিয়ে ফেলেছিল। তারপর? নাহ তারপর আর এগোয়নি। আর তাই, এখনও ব্যাচেলার। তবে এলিজেবল ব্যাচেলর।
মনে হচ্ছে অহংকার করছি? বলতে পারেন। তবে আমার বর্ণনা শুনলে, আমার ধারণা আপনি আপনার মত পাল্টাবেন। ওকে। এখন বলুন আমার বর্ণনায় কি কি শুনতে চান? হাইট? গায়ের রং? দেখতে কেমন? আলাদা করে বর্ণনা করতে গেলে মনে করতে পারেন, আত্মপ্রশংসা করছি। তাই কম করেই বলছি, দেখতে আমি খুব খারাপ না। আর যোগ্যতাও নেহাত মন্দ না। যোগ্যতা মানে দুই ধরেনর যোগ্যতার কথাই বলছি। মেয়েদের আকৃষ্ট করবার যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আমি এমবিবিএস এবং পোস্ট গ্র্যাজুয়েশান করছি। চিকিৎসকদের যোগ্যতায় যে তিনটি ব্যাপারকে বেঞ্চমার্ক ধরা হয়, তার প্রথমটি হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশান আছে কি না, দ্বিতীয়টি হচ্ছে সরকারী চাকরী আছে কি না আর তৃতীয়টি হচ্ছে সরকারী চাকরীতে তার বর্তমান পদ কি।

http://www.zainuddinsani.com/and_then_it_happened_1/

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৮ দুপুর ২:১৬

ইব্‌রাহীম আই কে বলেছেন: লেখার তাৎপর্য কিছুই বুঝলাম না! :(

২| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৩:৩৩

বিজন রয় বলেছেন: এটা কি বিয়ের বিজ্ঞাপন?

৩| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:২২

রাজীব নুর বলেছেন: ম্যাও ম্যাও পোষ্ট।

৪| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৩

লাবণ্য ২ বলেছেন: কি বুঝাতে চেয়েছেন ভাই।

৫| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৪:৩৩

লাবণ্য ২ বলেছেন: কি বুঝাতে চেয়েছেন ভাই।

৬| ৩১ শে মে, ২০১৮ বিকাল ৫:২২

মেমননীয় বলেছেন: Immature পোষ্ট এবং পোষ্টদাতা!

৭| ৩১ শে মে, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

বনসাই বলেছেন: গল্পটি আবার প্রথম থেকে শুরু করার কি দরকার ছিল? যেখানে এসে থেমেছিল সেখান থেকেই আরম্ভ করলেই পারতেন।
তাছাড়া এবার ১ম পর্ব অনেক সংক্ষিপ্ত করে দেয়ায় পাঠক গোলকধাঁধায় পড়ছেন।

৮| ০১ লা জুন, ২০১৮ রাত ২:০০

মাহমুদুর রহমান সুজন বলেছেন: লেখক অনেক প্রতিবাবান লেখক লিখনীও বেশ গোছানো। ওনি হয়তো এই পর্বটি আগেও একবার এই ব্লগে পোস্ট করেছিলেন বলে এখন তার নিজের সাইটে নতুন করে দিয়েছেন। পাঠকদের উদ্দেশ্যে পর্বটির সংক্ষেপ করেছেন। লিংকটি জুড়তে পারেননি বলে এমন দেখাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.