![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
।। সুখ-দুঃখ, তুমি ।।
আমি চাই না অপার আনন্দ,
চাই একটুখানি সুখ।
দুঃখ পেলেও পেতে পারি মনে,
ব্যথাটাই থাকুক।
কষ্টের মাঝে খুঁজে নেবো আমি
আমার স্বপ্নগুলি।
আমার সুখটা তুমিই আঁকবে,
লিখবে প্রেমাঞ্জলি।
ইচ্ছে হলেই যখন তখন
কাঁদাতেও পারো খুব।
বলিনি কখনো চাই হাসতে,
চেয়েছি একটু সুখ।
দুঃখ আমার সুখের প্রান্ত,
কান্নাই আমার হাসি।
দুঃখ দিলেও দিতে পারো তাই
নই আমি অভিলাষী।
শুধু...,
চাই না হতে অনুভূতিহীন,
এটাই আমার চাওয়া।
এই মনটায় থাকলেই হলো
তোমার আসা যাওয়া।
২| ০৬ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫৩
মাটি বিডি বলেছেন:
দুঃখ আমার সুখের প্রান্ত,
কান্নাই আমার হাসি।
দুঃখ দিলেও দিতে পারো তাই
নই আমি অভিলাষী
+++++..........
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০৭
আমি বাঁধনহারা বলেছেন:
ভালো লাগল!!!মন ছুঁয়ে গেল!!!
+++++++++
ভালো থাকবেন
মনে রাখবেন!!!