![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছিল সবুজ রঙের আকাশ আমার এক, ছিল হলুদ রঙের কত গাংচিল, গেল কোথায় গেল কোথায় পেন্সিল, রঙপেন্সিল......
একদিন চমকে উঠতে ইচ্ছে করে,
মধ্যদুপুরে, পথের ধারে, কারো ডাক শুনে
থমকে দাঁড়াতে ইচ্ছে করে, পিছু ফিরে
তাকিয়ে দেখতে ইচ্ছে করে, কার যেন প্রিয়মুখ।
তুমি আসবে কি, ডাকবে কি এমন করে
একদিন পথের ধারে।
মধ্যদুপুরে।
©somewhere in net ltd.