![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছিল সবুজ রঙের আকাশ আমার এক, ছিল হলুদ রঙের কত গাংচিল, গেল কোথায় গেল কোথায় পেন্সিল, রঙপেন্সিল......
হিন্দু ধর্মমতে সরস্বতী বিদ্যার দেবী। প্রতি বছর মাঘ মাসের শুক্লাপঞ্চমী তিথিতে জ্ঞানপিপাসু বিদ্যার্থীরা সরস্বতী দেবীর অর্চনা করে থাকে দেবীর পুণ্য দৃষ্টি লাভের প্রত্যাশায়।
আমাদের দেশে প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানেই হিন্দু ধর্মাবলম্বী শিক্ষার্থী ও শিক্ষক মিলে এই পুজার আয়োজন করে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ও এই আয়োজনের ব্যতিক্রম নয় বরং এই প্রতিষ্ঠানটি ব্যতিক্রম এর আয়োজনের ধরণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হিন্দু ছাত্রদের আবাসস্থল হলো ঐতিহাসিক জগন্নাথ হল। আর এই হলে রয়েছে বিশাল এক খেলার মাঠ। এই খেলার মাঠেই আয়োজন করা হয় দেবীর বাণী অর্চনার।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় সকল বিভাগের শিক্ষার্থীরা আলাদা আলাদা ভাবে পুজার মণ্ডব তৈরি করে থাকে। এবার ৫৪ টি বিভাগ পুজার আয়োজন করেছিলো। একসাথে একই মাঠে এতগুলো পূজা আয়োজন করার মত বড় ঘটনা আর কোথাও ঘটে থাকে কিনা আমার জানা নেই।
ঢাকা শহরের কোন অনুষ্ঠানই এখন আর তার নিজস্ব গণ্ডির মাঝে সীমাবদ্ধ থাকেনা বরং তা হয়ে ওঠে সার্বজনীন। সব শ্রেণী পেশার এবং ধর্মের মানুষ সব ধরণের অনুষ্ঠানই উপভোগ করতে চায় শহরের কর্মব্যস্ত সময়ের ফাঁকে খানিকটা আনন্দ লাভের আশায়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কোন অনুষ্ঠান হলেতো কোন কথাই নেই।
জগন্নাথ হলের এই সরস্বতী পুজার একটা বিশেষ দিক হলো বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ তাদের পুজার যে মণ্ডবটা তৈরি করে তা তাদের অধ্যয়নরত বিভাগকে উপস্থাপন করে থাকে। আর এর মাধ্যমে ধর্মীয় আবহের পাশাপাশি সৃষ্টিশীলতার বিষয়টাও উপস্থাপিত হয়। এই জিনিসটা নিয়েই এই ছবি ব্লগটা তৈরি করেছি। আশা করি যারা আগে কখনও এমনটা দেখেননি তাদের ভালো লাগবে।
(১)চারুকলা অনুষদের শিক্ষার্থীরা প্রতিবারের মত এবারও জগন্নাথ হলের পুকুরে সবচেয়ে বড় প্রতিমাটি তৈরি করেছে। তাদের কাজে প্রতিবারই নতুনত্ব ও বৈচিত্র্য থাকে। এবার তারা প্রতিমা তৈরি করতে প্রধানত ব্যবহার করেছে ককশিট। চারুকলার এই প্রতিমা প্রতিবারের মত এবারও ছিল দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দু।
(২) উদ্ভিদবিজ্ঞান বিভাগ তৈরি করেছে সূর্যমুখী ফুল।
(৩) ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বানিয়েছে রোবট বেষ্টিত দেবীর স্টেজ।
(৪) ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা তাদের স্টেজে তৈরি করেছে মিশরীয় ইতিহাসের দেবতা স্ফিংসের প্রতিকৃতি।
(৫) মৎস্যবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বানিয়েছে আস্ত এক সামুদ্রিক প্রাণী অক্টোপাস।
(৬) ভূতত্ত্ব বিভাগের শিক্ষার্থীরা বানিয়েছে মাটির অভ্যন্তরের দুটি প্লেটের অবস্থান প্রদর্শনকারী স্টেজ।
(৭) আন্তর্জাতিক ব্যবসা বিভাগের শিক্ষার্থীরা পৃথিবীর আদলে তাদের স্টেজ বানিয়েছে যা দিয়ে তারা ব্যবসার আন্তর্জাতিক বিস্তৃতিকে ফুটিয়ে তুলতে চেয়েছে।
(৮) আই আই টি বিভাগের শিক্ষার্থীরা তৈরি করেছে স্মার্ট ঘড়ি।
(৯) নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা মাটি মানুষ ও সংস্কৃতিকে ফুটিয়ে তুলতে চেয়েছে তাদের অসাধারণ চোখজুড়ানো স্টেজের মাধ্যমে।
(১০) অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বানিয়েছে ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি করার বিশেষ পাত্রের আকৃতির স্টেজ।
(১১) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা একটি থিয়েটারের মঞ্চ ফুটিয়ে তুলেছে তাদের স্টেজের মাধ্যমে।
(১২) পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বানিয়েছে আকাশ পর্যবেক্ষণ করার যন্ত্র টেলিস্কোপ।
(১৩) ফার্মেসী অনুষদের শিক্ষার্থীরা তৈরি করেছে পর্বতের উপরে আরোহী দেবী সংবলিত স্টেজ। পর্বতের গাছপালাকে তারা ঔষধ আহরণের একটা উৎস হিসেবে দেখিয়েছে।
(১৪) লেদার ইঞ্জিনিয়ার অ্যান্ড টেকনোলজি ইন্সিটিউটের শিক্ষার্থীরা বাঘের চামড়ার আদলে তাদের স্টেজ বানিয়েছে।
(১৫) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা সাম্প্রতিক আলোচিত কিছু সংবাদকে তাদের স্টেজের মাধ্যমে ফুটিয়ে তুলেছে।
(১৬) আই ই আর বিভাগের শিক্ষার্থীরা তাদের স্টেজে ফুটিয়ে তুলেছে সাম্প্রতিক সময়ে নির্বাচনের কারণে বিদ্যালয়গুলোতে যে ভাঙচুর হয় সেই ঘটনাটি।
(১৭) ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থীরা তাদের স্টেজে সাম্প্রতিক সময়ে আমাদের দেশে যে সাম্প্রদায়িক হামলাগুলো হয়েছে এবং এখনও হচ্ছে তা তুলে ধরেছে। হিন্দু সম্প্রদায়ের উপাসনালয় ও প্রতিমা ভাংচুরের বিষয়টা এখানে উঠে এসেছে।
এছাড়াও আরও অনেক স্টেজ তৈরি করা হয়েছিল যেগুলো তাদের বিষয়ভিত্তিক না হলেও দেখতে মনমুগ্ধকর ছিল।
রাষ্ট্রবিজ্ঞান
পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ
ম্যানেজমেন্ট
মার্কেটিং
আই বি এ
ফিন্যান্স
লোকপ্রশাসন
সমাজবিজ্ঞান
হিসাববিজ্ঞান
ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম
গণিত
সবশেষে কম্পিউটার বিজ্ঞান বিভাগের স্টেজটা দেখে নেয়া যাক। কম্পিউটার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরাও সাম্প্রদায়িক হামলার বিষয়টা তুলে ধরেছে তাদের স্টেজের মাধ্যমে।
তবে এখানে কম্পিউটার বিজ্ঞান বিভাগের কথা আলাদা করে না বললেই নয়। তাদের স্টেজটা খুবই সাদামাটা এবং সাধারণ করা হয়েছে এবং এতে দেখানো হয়েছে আমাদের দেশের সর্বশেষ সাম্প্রদায়িক হামলার ফলে বিধ্বস্ত একটি বাড়ির চিত্র। তবে এখানে স্টেজের চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পাশের ব্যানারটা। ব্যানারে লিখা আছে যে কম্পিউটার বিজ্ঞান বিভাগ তাদের পূজা উপলক্ষে উত্তোলিত অর্থের অর্ধেক দিয়ে সাহায্য করেছে সাম্প্রতিক সময়ে সাম্প্রদায়িক হামলার ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে। গত বছর অণুজীববিজ্ঞান বিভাগও তাদের পূজা শেষে বেঁচে যাওয়া অর্থ দান করেছিলো রানা প্লাজার দুর্ঘটনার শিকারদের সহযোগিতায়।
এই জিনিসটা থেকে আমাদের কিছু শিক্ষা নেয়ার আছে। আমাদের দেশে মানবিক বিপর্যয়ের ঘটনাগুলো ইদানিং খুব বেশিই হচ্ছে। আর প্রাকৃতিক এবং রাজনৈতিক ঘটনার পাশাপাশি সাম্প্রদায়িক বিষয়টাও এখন আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। আমরা যেন ক্রমশই মধ্যযুগের দিকে এগিয়ে যাচ্ছি। আর সাধারণ মানুষের দারিদ্র্যের বিষয়টাতো নতুন করে বলার কিছু নেই। এত কিছুর মধ্যেও কিন্তু আমাদের দেশে বহু অর্থ ব্যয় করে অনেক বড় বড় অনুষ্ঠান আয়োজন করার মত ঘটনা ঘটছে। আমরা কিন্তু একটু চেষ্টা করলেই এইসব অনুষ্ঠান আয়োজনের অর্থ থেকে খানিকটা বাঁচিয়ে সাহায্য করতে পারি সেসব মানুষকে যারা হয়তো শিকার হয়েছে সাম্প্রদায়িক হামলার, কিংবা হরতালের সময় পেট্রোল বোমার অথবা রানা প্লাজার মতো দুর্ঘটনার। দেশে অর্থবিত্তশালী মানুষের অভাব নেই। তারা চাইলেই হয়ত সাহায্য করতে পারে বিনা চিকিৎসায় ধুঁকতে থাকা কোন মানুষকে অথবা অর্থকষ্টে পড়ালেখা বন্ধ হয়ে যাওয়া কোন শিশুকে। দরকার শুধু একটুখানি চিন্তার পরিবর্তন, মনের মাঝে একটু সহানুভূতির জাগরণ।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:৪৭
সঞ্জয় মুখার্জী বলেছেন: পোস্টটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:২০
কলাবাগান১ বলেছেন: চমৎকার মননশীলতা ফুটে উঠেছে.....জগন্নাথ হলের মাঠে ডিপার্টমেন্টের অনেক ক্রিকেট ম্যাচ খেলেছিলাম..... নস্টালজিক... কিন্তু কবে জগন্নাথ হল এমন উচু অত্যাধুনিক হলে পরিনত হল???
একটা কমেন্ট মনে কিছু নিবেন না
আমেরিকার কোন বিশ্ববিদ্যালয়ে এযুগে এসে কেউ যদি বলে শুধু মুসলিম ছাত্রদের জন্য অথবা শুধু কালোদের জন্য আলাদা ডরমিটরি করতে হবে , তাহলে সাথে সাথে সে বা সেই প্রতিস্টান 'ব্ল্যাক' লিস্টেড হয়ে যাবে রেসিজমের অভিযোগে....। এযুগে এসেও কি এখনও ধর্ম ভিত্তিক আলাদা হলের কোন দরকার আছে??? সবাই ছাত্র/ছাত্রী, সবাই মানুষ... পড়ালেখাই ব্রত.....।
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:২৫
সঞ্জয় মুখার্জী বলেছেন: পুরাতন সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবনটি বেশি ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ায় সেটি ভেঙ্গে
গত বছরই এই নতুন ভবনটি চালু করা হয়। এর নামও সন্তোষ চন্দ্র ভট্টাচার্য ভবন। এই হলের সাথে আপনার স্মৃতি জড়িয়ে আছে জেনে ভালো লাগল।
পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৭:৩১
খেয়া ঘাট বলেছেন: Morehouse, Spelman, Morris Brown, Clark Atlanta Universit- কালোদের বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচিত
ক্যামনে কি???
এগুলো ছাড়াও শত Negro church রয়েছে।
মানুষ আসলেই কি সভ্য হতে পেরেছে?????
সবাই ছাত্র/ছাত্রী, সবাই মানুষ... পড়ালেখাই ব্রত.....।
এদিন আসবে কবে????
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৮
সাইবার অভিযত্রী বলেছেন: ফলিত পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বানিয়েছে রোবট বেষ্টিত দেবীর স্টেজ।
এটাই সবচেয়ে ইন্টারেষ্টিং মনে হয়েছে, অন্যগুলো থেকে।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৪
সঞ্জয় মুখার্জী বলেছেন: হুম, আইডিয়াটা আসলেই ইন্টারেস্টিং।
পোস্টটি পড়ে মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৮:৫৪
কলাবাগান১ বলেছেন: কিন্তু Morehouse ও একটা সাদা ছাত্র অথবা একজন এশিয়ান মুসলিম ছাত্রকে সবার সাথে এক সাথেই ডরমিটরিতে থাকতে হত। নাম হয়ে গিয়েছে কালোদের স্কুল হিসাবে, তাই সাদা রা পড়তে যায় না কিন্তু পলিসি করে কি সাদাদের কে ওখানে পড়তে মানা করতে পারবে।
আমার চোখে- ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র হিন্দু ছাত্রদের জন্য জগন্নাথ হল থাকাকে এক রকম এর বর্নবৈষম্য বলেই মনে হয়।
আপনি আমেরিকার কোন স্টেট বিশ্ববিদ্যালয়ে ধর্ম ভিত্তিক কোন ডরমিটরি চালু করার কথা চিন্তা করতে পারেন?
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:৫৭
ঢাকাবাসী বলেছেন: চমৎকার লাগল এই ভালবাসা। আয়োজকদের আন্তরিক ধন্যবাদ আর আপনাকেও।
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২১
সঞ্জয় মুখার্জী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৩৪
HHH বলেছেন: প্রথমটা কি পানির মধ্যে? জটিল আইডিয়া তো!!
প্রতিমাটা দেখতেও অনেক আকর্ষনীয়।
:#>
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২২
সঞ্জয় মুখার্জী বলেছেন: হ্যাঁ, ওটা পানির উপরেই। প্রতিবার চারুকলা বিভাগ ওখানেই তাদের পূজার স্টেজ তৈরি করে।
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
৮| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৩
সুমন কর বলেছেন: প্রতিটি চমৎকার !!
০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৪
সঞ্জয় মুখার্জী বলেছেন: পোস্টটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।
৯| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১০
সুকান্ত দাস অনির্বান বলেছেন: দাদা, ভাল লিখেছেন, সবগুলো প্রতিমা দিলে আর বেশি ভাল হতো
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:২৪
সঞ্জয় মুখার্জী বলেছেন: আসলে বিষয়ভিত্তিক ক্রিয়েটিভ স্টেজগুলোই তুলে ধরতে চেয়েছি এই পোষ্টের মাধ্যমে তাই সবগুলো প্রতিমার ছবি দেয়া সম্ভব হয়নি।
আপনার মন্ত্যব্বের জন্য ধন্যবাদ।
১০| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:১০
সুকান্ত দাস অনির্বান বলেছেন: দাদা, ভাল লিখেছেন, সবগুলো প্রতিমা দিলে আর বেশি ভাল হতো
১১| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:৫১
উপপাদ্য বলেছেন: অসাধারন সৃজনশীলতা।
এই সৃজনশীলতা আসলে ধর্মীয় আবহ ছাড়িয়ে নয়। বরং সৃজনশীলতা ধর্মের একটা অংশ। আজ যদি পূজা না থাকতো আপনি-আমি হয়তো এমন সৃষ্টিশীল কর্ম ফুটিয়ে তোলার সুযোগ পেতাম না। তাই যারা ধর্মকে সৃজনশীলতার অন্তরায় মনে করেন তাদেকে এই পোস্ট টি বারবার দেখার অনুরোধ করবো।
৭ নং ছবিতে আসলে হবে আন্তর্জাতিক ব্যবসা। নিচের গুলোতেও ডিপার্টমেন্টের নাম দিতে পারলে আরো ভালো হতো।
আপনাকে ধন্যবাদ, দারুন এই পোস্ট শেয়ার করার জন্য।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫০
সঞ্জয় মুখার্জী বলেছেন: আপনার কথাগুলো ভালো লাগল।
আর ভুলগুলো ধরিয়ে দেবার জন্য ধন্যবাদ।
ঠিক করে নিয়েছি।
ভালো থাকবেন।
১২| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৩
একজন ঘূণপোকা বলেছেন: বাহ
১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২২
সঞ্জয় মুখার্জী বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
১৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৪
ইমরাজ কবির মুন বলেছেন:
বাহ !
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪১
সঞ্জয় মুখার্জী বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগল।
ধন্যবাদ আপনাকে।
১৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৫
টয়ম্যান বলেছেন: দারুন সৃজনশীলতা
১৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮
বুবলা বলেছেন: ফেসবুকে আছেন? আইডি টা দিন অ্যড করে নেবো আমার আই ডি হল [email protected]
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:২১
খেয়া ঘাট বলেছেন: আসলেই দারুন সৃজনশীলতা দেখলাম।
+++++