নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি সানোফি মহিন... বাংলাদেশী তরুন উঠতি প্রকৌশলী। চিকিৎসা বিজ্ঞানকে ভালোবাসতাম সেই ছোটবেলা থেকে, ভাগ্যের অদৃষ্টের কারনে চিকিৎসক হয়ে উঠা হয়নি। কিন্তু নিজের প্রচেষ্টা আর আন্তরিকতায় পড়েছি 'জনস্বাস্থ্য এবং পুষ্টি' নিয়ে। ভালোবাসি পড়তে, সে যাই হোক। লেখার ব্যপারে খুবই আগ্রহ আর প্রবল আগ্রহ মুখোরোচক নানান রকমের খাবার আর ঘুড়ে বেড়ানোর প্রতি। উপস্থাপনা করতে ভালোবাসি। মানুষের সাথে মিশতে, তাদের সমস্যা শুনতে আর সমস্যা সমাধানে আগ্রহ রয়েছে অনেক।
২০১৪ সালের ডিসেম্বর মাসে যখন শিশু জিহাদ ম্যানহোলে পড়ে ছিলে তখন সেখানে আর সবার মত আমিও ছিলাম। বছর না ঘুরতেই আরেকটি ছেলে ম্যানহোলে পড়ে গেল। আমার এসব দেখতে ভালো লাগে না, তাই আর সেখানে যাইনি, আর খবরও নেইনি।
কারন সেদিনের ২০টিরও বেশি টিভি চ্যানেলের শতাধিক ক্যামেরার ২৪ ঘন্টার লাইভ কিংবা পত্রিকায় কলামের পর কলাম আমাদের কিছুই শেখাতে পারেনি।
ম্যানহোলে এত মানুষ পড়ে...
আমাদের দেশের মন্ত্রী আমলা-গামলাগুলা পড়ে না কেন?
©somewhere in net ltd.