নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সানোফি মহিন

আমি সানোফি মহিন... বাংলাদেশী তরুন উঠতি প্রকৌশলী। চিকিৎসা বিজ্ঞানকে ভালোবাসতাম সেই ছোটবেলা থেকে, ভাগ্যের অদৃষ্টের কারনে চিকিৎসক হয়ে উঠা হয়নি কিন্তু নিজের প্রচেষ্টা আর আন্তরিকতায় পড়েছি 'জনস্বাস্থ্য এবং পুষ্টি' নিয়ে। ভালোবাসি পড়তে, সে যাই হোক। লেখার ব্যপারে

সানোফি মহিন

আমি সানোফি মহিন... বাংলাদেশী তরুন উঠতি প্রকৌশলী। চিকিৎসা বিজ্ঞানকে ভালোবাসতাম সেই ছোটবেলা থেকে, ভাগ্যের অদৃষ্টের কারনে চিকিৎসক হয়ে উঠা হয়নি। কিন্তু নিজের প্রচেষ্টা আর আন্তরিকতায় পড়েছি 'জনস্বাস্থ্য এবং পুষ্টি' নিয়ে। ভালোবাসি পড়তে, সে যাই হোক। লেখার ব্যপারে খুবই আগ্রহ আর প্রবল আগ্রহ মুখোরোচক নানান রকমের খাবার আর ঘুড়ে বেড়ানোর প্রতি। উপস্থাপনা করতে ভালোবাসি। মানুষের সাথে মিশতে, তাদের সমস্যা শুনতে আর সমস্যা সমাধানে আগ্রহ রয়েছে অনেক।

সানোফি মহিন › বিস্তারিত পোস্টঃ

এক চমৎকার সকালের গল্প...

০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:২৬

এক চমৎকার সকালের গল্প
যে গল্পটা শুরু হয়েছে বিবাহিত জীবনের এক চিরচারিত সমস্যাকে নিয়ে।
সদ্য বিবাহিত ছেলেটি সাত সকালে স্ত্রীর হাতের পানির ঝাপটা খেয়ে ঘুম থেকে উঠলো। স্নিগ্ধতায় ভরা ভেজা চুলের মেয়েটিকে দেখতে দেখতে সে ফ্রেশ হতে ওয়াশরুমে গেলো। খানিক পরে টাওয়াল হাতে বাথরুম থেকে মাথা মুছতে বের হয়ে দেখে, ওয়াশরুমের সামনে “ডাল ঘুটুনি” কিংবা “রুটি বানানোর বেলুন” হাতে মেয়েটি দাঁড়িয়ে। তার চোখে মুখে জিজ্ঞাসা “ওমুক নামের মেয়েটি কে?”

এই প্রশ্নের উত্তর ছেলেটির হাতে নেই। ছেলেটি উত্তর খুজতে ও সম্ভাব্য আক্রমনাত্মক পরিস্থিতি এড়াতে দৌড়ে বাসা থেকে পালিয়ে গেলো।

পরিশিষ্টঃ
গল্পটা এখানেই শেষ হতে পারতো কিন্তু না, গল্পটাকে আমরা এখানেই শেষ করবো না। এই গল্পের শেষটা হবে খুব চমৎকার।
মধ্য দুপুরে একটি রুপবতী মেয়ে ক্লান্ত ভঙ্গিমায় কপালে জমে থাকা ঘাম মুছতে মুছতে কোন একটা অফিসে ঢুকছে, তার হাতে টিফিন ক্যারিয়ার। সেই ক্যারিয়ারে আছে গরম গরম ভাপ উঠা ভাত, ডাল, আলু ভর্তা এবং বেগুন ভাজি। এগুলো ছেলেটির পছন্দের খাবার।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৩১

সঞ্জয় নিপু বলেছেন: ? তারপর কি কিছু আছে নাকি গল্প এখানেই শেষ ?
অপেক্ষায় থাকলাম।

০৮ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫৩

সানোফি মহিন বলেছেন: গল্পটি কি চলমান থাকা উচিত..?

২| ০৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:০৬

মন থেকে বলি বলেছেন: আপনি কি ট্রেলার দিলেন?
গল্পটা শেষ করুন। মনে হচ্ছে চমৎকার হবে।

৩| ০৮ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯

হাতুড়ে লেখক বলেছেন: ভালই। B-)

৪| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:০৮

ধ্রুবক আলো বলেছেন: ভালো লাগলো, চলুক গল্প

৫| ০৮ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:২৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: চলুক না গল্পটি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.